বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি। ‘ট্রাস্টি স্কলারস প্রোগ্রাম’–এর আওতায় বিদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন। স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য দেওয়া হবে বৃত্তি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
সম্পূর্ণ টিউশন ফিসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করবে বোস্টন ইউনিভার্সিটি।
আবেদনের অংশ হিসেবে ৬০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ জমা দিতে হবে আগ্রহী ব্যক্তিদের। দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে প্রবন্ধের জন্য।
To receive need-based financial aid from BU, you must submit both the CSS Profile™ and FAFSA, which are used to determine your “expected family contribution.” Be sure to check out our tips for completing the Profile or FAFSA.
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন