শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

বোয়িংয়ের সর্বশেষ ৭৮৭-১০ ড্রিমলাইনার দেওয়ার প্রস্তাব বিমান বাংলাদেশকে

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

এয়ারবাসের পর এবার আমেরিকান কোম্পানি বোয়িংও তাদের উড়োজাহাজ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। বোয়িং তাদের সর্বশেষ মডেল ৭৮৭-১০ ড্রিমলাইনারটির প্রস্তাব দিয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, বোয়িং সম্প্রতি এ বিষয়ে বিমানের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে, যা মঙ্গলবার বোর্ড সভায় আলোচনা হবে।

“বোয়িংয়ের সঙ্গে আমাদের একটি পার্টনারশিপ রয়েছে, তারা আমাদের বাজারে আসা নতুন মডেল অফার করে থাকে; এ করণেই তারা তাদের সর্বশেষ মডেলটি আমাদের অফার করেছে। আমাদের বহরে ইতোমধ্যেই তাদের ৭৮৭-৯ মডেলের যাত্রীবাহী বিমান রয়েছে,” যোগ করেন তিনি।

এর আগে, বিমান বাংলাদেশ বোর্ড ২টি কার্গো ও ৮টি যাত্রীবাহী বিমানসহ এয়ারবাসের মোট ১০টি ওয়াইড বডি বিমান কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। চলতি মাসে প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় এয়ারবাসের বিমান ক্রয় নিয়ে যুক্তরাজ্য সরকার ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিতও হয়েছে।

বর্তমানে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে, যার বেশির ভাগই বোয়িং থেকে নেওয়া। বিমান বাংলাদেশের বহরে এয়ারবাসের কোনো উড়োজাহাজ নেই।

৭৮৭-১০ ড্রিমলাইনারটি ৭৮৭ বোয়িং সিরিজের সবর্শেষ মডেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com