শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
Uncategorized

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলার আয় ও মুনাফা অর্জনে রেকর্ড

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
আলোচ্য জুলাই-সেপ্টেম্বর সময়ে টেসলার ১৬০ কোটি ডলারের নিট মুনাফা অর্জনের রেকর্ড করেছে। এই তিন মাসে কোম্পানিটির মোট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ২ লাখ ৪১ হাজার ৩৯১টি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মডেল থ্রি ও মডেল ওয়াই, যা সংখ্যায় ২ লাখ ৩২ হাজার ১০২। এ সম্পর্কে কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘এবার আমরা এযাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ নিট মুনাফা, পরিচালন মুনাফা ও মোট মুনাফা অর্জন করেছি।’

বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে থাকার কথা জানিয়ে টেসলা জানিয়েছে, তারা কারখানাগুলো চালু রাখবে, অর্থাৎ গাড়ি উৎপাদন অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী বর্তমানে গাড়ির মাইক্রোচিপের ঘাটতি রয়েছে এবং বন্দরগুলোতেই জট লেগে আছে বলে জানায় কোম্পানিটি।

বিশ্ববাজারে এখন কম্পিউটারের চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহে ঘাটতি রয়েছে। এই চিপ গাড়ি, ওয়াশিং মেশিন, স্মার্টফোনসহ অসংখ্য পণ্য তৈরিতে ব্যবহার করতে হয়। যা-ই হোক, টেসলা প্রতিকূলতার মধ্যেও তাদের উৎপাদন কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়, যাতে বার্ষিক গাড়ি বিক্রি ৫০ শতাংশ বাড়ানো যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com