বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

বিশ্বের সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল রয়েল টিউলিপ

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের ইনানী সৈকতের ফাইভ স্টার হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-কে তিনটি ক্যাটাগরিতে বিশ্বের সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন ‘দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস।’ রিসোর্টটি সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পা অ্যাওয়ার্ডও জিতেছে।

এছাড়া সেরা জেনারেল ম্যানেজার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার গ্রুপ জিএম আজিম শাহ। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং প্রধান আসাদুর রহমান এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি তুরস্কের আনটালিয়ার সোয়ানডর হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ২০২২ দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডসের গালা সিরিমনিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী সার্ভিস ইন্ডাস্ট্রির সেবার মানদণ্ড ঠিক করে পৃথিবীর বিভিন্ন অভিজাত হোটেলগুলোর মধ্য থেকে সেরাদের অ্যাওয়ার্ড দিয়ে থাকে দি ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস। দেশের ট্রাভেল সেক্টরের জন্য এটি একটি বড় অর্জন। পৃথিবীর সেরা সেরা রিসোর্ট পেছনে ফেলে দেশের একটি রিসোর্টের তিন ক্যাটাগরিতে সেরা অ্যাওয়ার্ড জেতার ঘটনা এদেশের ট্যুরিজম সেক্টরকে অনেক দূর এগিয়ে নেবে বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞরা।

সি পার্ল বিচ রিসোর্টের গ্রুপ জিএম আজিম শাহ বলেন, ‘সি পার্লকে শুধু দেশে নয়, পৃথিবীর সেরা রিসোর্টে পরিণত করার জন্য কাজ করে চলেছে পুরো টিম এবং এ স্বীকৃতি পুরো টিমকে আরো বেশি অনুপ্রাণিত করবে। সেবার মান প্রতিনিয়ত বাড়ানোর মাধ্যমে দেশের ভ্রমণপ্রিয় ট্রাভেলারদের সেরা সেবা দেয়ার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকের জন্য আন্তর্জাতিকমানের সেবার ব্যবস্থা রয়েছে এখানে।

কক্সবাজারের ইনানী বিচে ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ পাঁচ তারকা হোটেল ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হয়। এ রিসোর্টের ভেতর ও বাইরের প্রতিটি নির্মাণেই আভিজাত্য এবং স্বকীয়তা বিশেষভাবে চোখে পড়ে, যা হোটেলে আগত অতিথিদের কাছে রাজকীয় অনুভূতি এনে দেয়।

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এ রিসোর্টের নিজস্ব সমুদ্রসৈকত রয়েছে। রিসোর্ট থেকে অল্প দূরত্বে রয়েছে পর্যটক ভ্রমণের অন্যতম আকর্ষণ হিমছড়ি ঝরনা, দরিয়া নগর ও বার্মিজ মার্কেট। খোলামেলা জায়গা এবং মুক্তমঞ্চ থাকার ফলে ডেস্টিনেশন ওয়েডিং, গালা নাইট, ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যাশন শো, সভা, সমাবেশসহ যেকোনো ধরনের ইভেন্ট অনায়াসেই আয়োজন করা যায়। রিসোর্টটিতে রয়েছে ৪৯৩টি কক্ষ। এছাড়া পর্যটক আকর্ষণে রয়েছে নানা সুবিধা।

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বিশ্বসেরা বিচ সাইড রিসোর্টের স্বীকৃতি পাওয়ায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান লুসি আখতারি মহল, ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই সহ-সভাপতি আমিনুল হক শামীম এবং পরিচালক ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু প্রতিক্রিয়ায় জানান, ‘বিশ্বমানের সেবার ফলই আমাদের এ অর্জন। বিশ্বের নামিদামি রিসোর্টকে পেছনে ফেলে আমাদের এ প্রাপ্তিটা সমগ্র বাংলাদেশের গর্ব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com