অ্যালকোহল (Alcohol) শরীরের ক্ষেত্রে ক্ষতি কর, তা সকলেই জানি। কিন্তু সুরা প্রেমীদেরকে আটকাতে পারে। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ব্যান্ডের কোম্পানির অ্যালকোহল রয়েছে। তাদের মধ্যে ওয়াইন, বিয়ার ও হুইস্কি চাহিদা বহুল। এরই মধ্যে হুইস্কি ব্যান্ডের (Whisky Brand) মদ বাজারে বেশী বিক্রিত। গোটা বিশ্বজুড়ে ২৫ টি হুইস্কি ব্যান্ডের মদ এমন রয়েছে যেগুলি সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু জানেন কি তার মধ্যে ১৩ টি হুইস্কি ব্যান্ডই হল ভারতীয়। এরপর আসে আমেরিকা, ফ্রান্স, জাপান ও যুক্তরাষ্ট্র। আজকের এই নিবন্ধে বিশ্বের সর্বাধিক বিক্রিত ২৫ টি হুইস্কি ব্যান্ডের (Largest Selling Whisky Brand) সম্পর্কে বলবো। আসুন একের পর এক জনি!
১. ম্যাকডয়েলস
এই তালিকায় প্রথমেই আসে ম্যাকডয়েলস (McDowell’s)। এটি একটি ভারতীয় ব্যান্ড। একটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত হুইস্কি ব্র্যান্ড। এটি বিজয় মালিয়ার অধীনে ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’ দ্বারা উৎপাদিত। এটি বছরের ২৭.৬৩ কোটি লিটার বিক্রীত।