 
							
							 
                    বিশ্বের সবথেকে বড় বিমানবন্দর গড়ার কথা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম। নতুন এই বিমানবন্দর প্রকল্পের জন্য খরচ পড়বে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা। রবিবার এই প্রসঙ্গে রশিদ আল মাকতুম বলেন যে, দুবাই বিশ্বের বিমানবন্দর, বন্দর, শহুরে কেন্দ্র এবং বিশ্বব্যাপী নতুন কেন্দ্র হতে চলেছে। নতুন এই বিমানবন্দরটির নাম হতে চলেছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে থাকবে ৫টি সমান্তরাল রানওয়ে, ২৬০ মিলিয়ন যাত্রিধারণ ক্ষমতা এবং ৪০০টি এয়ারক্র্যাফ্ট গেট। এক্স প্ল্যাটফর্মে এই কথা ঘোষণা করে দুবাইয়ের শাসক বলেন যে, “নতুন প্রকল্পটি আমাদের বাচ্চাদের এবং সারা বিশ্বের শিশুদের জন্য ক্রমাগত এবং স্থিতিশীল বিকাশ নিশ্চিত করবে।”