শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক আয়না

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক আয়না! নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। অবাক হলেও সত্যি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি মালভূমি অঞ্চল, যেটি চার হাজার ছিয়াশি বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। যার নাম ‘সালার দি ইউনি‘।
বলিভিয়ায় অবস্থিত এই অঞ্চলটি বিশ্বের সর্ববৃহৎ ‘লবণ সমভূমি’। যার অর্থ হলো আবদ্ধভাবে পরিবেষ্টিত লবণের সমতল। আসুন জানা যাক কিভাবে ‘সালার দি ইউনি’ অঞ্চল খ্যাত এই লবণ সমভূমি হয়ে উঠল রহস্যময় ‘আয়নাভূমি’।
মূলত লবণ জমেই সৃষ্টি হয়েছে এ সমতল ভূমির। আর বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। আবার বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া এই আয়নায় দেখা যায় আকাশের প্রতিবিম্ব। এ অঞ্চলটি বিশাল প্রাগৈতিহাসিক হ্রদ মিনচিন হ্রদের অংশ ছিল। যা পরবর্তীতে ধারাবাহিক পরিবর্তনের ফলে ঐতিহাসিক এই লেকের পানি শুকিয়ে যায়।
জানা গেছে, এর তলানিতে জমে আছে লবণ ও লিথিয়ামসহ বহু খনিজ পদার্থ। বিশ্বের ৫০ থেকে ৭০ শতাংশ লিথিয়াম মজুদ রয়েছে এখানে। আর তা থেকেই এর নাম হয়ে ওঠে রহস্যময় আয়নাভূমি।
শুষ্ক মৌসুমে ‘সালার দি ইউন‘ থাকে একদম ধবধবে সাদা, দেখে মনে হবে একটি লবণের মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ‘সালার দি ইউনি’ অঞ্চলটির এমন মনোমুগ্ধকর দৃশ্য ও নৈসর্গিক সৌন্দয্য মুগ্ধ করবে যে কাউকে। আর তাতে অকপটে চলাচল করতে পারে যেকোন যানবাহনও। প্রতিদিন প্রায় ২০০ গাড়িভর্তি পর্যটক ঘুরতে আসেন এই আয়নাভূমিতে। এই অঞ্চলটিতে আরও রয়েছে, ছোট ছোট দ্বীপ যেখানে রয়েছে আবার অনেক বছর আগের পুরানো ক্যাকটাস। তাইতো শুধু পর্যটক নয় এখানে আগমন ঘটে প্রায় ৮০ প্রজাতির ভিন্ন প্রাণীরও।
সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো, এখানে পর্যটকদের থাকার জন্য গড়ে তোলা হয়েছে লবণের প্রাসাদও! বিস্ময়কর ব্যাপার হচ্ছে পুরো হোটেলটিই সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি। যেটি নির্মাণ করতে প্রায় ১০ লাখ লবণের ইট ব্যবহার করা হয়েছে। হোটেলের মেঝে থেকে শুরু করে দেয়াল, ছাদ এমনকি খাট, চেয়ার, টেবিল ও আসবাবপত্র লবণ দিয়েই তৈরি। আর এজন্যই ভ্রমণ পিপাসুদের নিকট অন্যতম জনপ্রিয় এক গন্তব্যস্থল I

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com