1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী ব্রিজ নির্মাণ করবে যুক্তরাজ্য
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Uncategorized

বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী ব্রিজ নির্মাণ করবে যুক্তরাজ্য

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১

ইউরোপের পশ্চিম প্রান্তে রয়েছে দুই দ্বীপ- আয়ারল্যান্ড আর ব্রিটেন। দ্বীপ দুইটির মধ্যকার দূরত্ব মাত্র ১২ মাইল। কিন্তু এই ১২ মাইল জুড়ে রয়েছে গভীর সমুদ্র। এই দূরত্ব ঘুচাতে সেখানে ব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। কিন্তু ১২ মাইল দৈর্ঘ্য হলেও একে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী ব্রিজ।

তবে সেখানে ব্রিজ বা টানেল নির্মাণের ব্যাপারে ২০১৮ সাল থেকেই আলোচনা চলছে। তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও এই ব্রিজ নির্মাণের ব্যাপারে সমর্থন জানিয়েছিলেন। সে সময় স্কটিশ স্থপতি এলান ডানলপ সেখানে একটা বহুমুখী ব্রিজ নির্মাণের প্রস্তাবনাও জমা দিয়েছিলেন।

ব্রিজের দৈর্ঘ্য খুব বেশি না হলেও সেখানে রয়েছে ভূতাত্ত্বিক এবং পরিবেশগত নানা প্রতিকূলতা। তাই এই ব্রিজটিকে বলা হচ্ছে বিশ্ব প্রকৌশলের ইতিহাসে অন্যতম প্রযুক্তিগত উচ্চাভিলাষী প্রকল্প। এই ব্রিজ নির্মাণের সাথে অর্থনৈতিক, অবকাঠামোগত বিষয় ছাড়াও স্থানীয় রাজনৈতিক বিষয়ও জড়িত হয়েছে।

যুক্তরাজ্য সরকারের এই পরিকল্পনা নিয়ে এরই মধ্যে স্থানীয় রাজনীতিবিদরা সংশয় প্রকাশ করেছেন। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এই ব্রিজ নির্মাণের পরিকল্পনাকে আসল ইস্যু থেকে চোখ সরানোর একটা উপায় বলে অভিহিত করেছেন।

ইউরোপ থেকে বর্তমানে অনেকটা একঘরে হয়ে যাওয়া যুক্তরাজ্যের অবশ্য ব্রিজ নির্মাণের ছেড়ে ব্রিজ পোড়ানোর ব্যাপারেই বেশি সুখ্যাতি আছে। যাই হোক যুক্তরাজ্য যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে তা যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজ কিংবা চ্যানেল ট্যানেলকে টেক্কা দিতে পারবে।

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com