বিশ্বের সবচেয়ে আরামের শহরের তালিকায় শীর্ষ উঠে এসেছে অস্ট্রেলিয়ার সিডনি। যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ বীমা প্রতিষ্ঠান পেয়িং টু মাচের একটি জরিপে বিশ্বের অন্যান্য শহরকে ছাড়িয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছে সিডনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি শহরের যেসব মানদণ্ড এই জরিপে প্রাধান্য পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- শব্দদূষণ, পরিবেশদূষণ, হাঁটার জায়গা, সবুজ জায়গা, বাসিন্দাদের সুখ ইত্যাদি। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন।
সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী। শহরটিতে অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে বিশ্বের প্রায় সব দেশি খাবারের রেস্তোরাঁ, আছে খেলার জায়গা এবং বহু সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ।
সিডনির কাছেই রয়েছে নান্দনিক সব প্রাকৃতিক পরিবেশ। এসব কারণেই বিশ্বের অন্যান্য পর্যটন শহরকে পেছনে ফেলে সবচেয়ে আরামের তকমা পেল সিডনি।