শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ৪টিই জার্মানির

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিশ্বে সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনগুলো? কেনই–বা তারা শীর্ষ স্থানগুলো দখল করেছে? এগুলোর সদর দপ্তর কোথায়?

বাজার মূলধনের ভিত্তিতে ২০২৪ সালের ৪ অক্টোবর নাগাদ বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে ফোর্বস ইন্ডিয়া। তালিকায় আছে টেসলা, টয়োটা, বিওয়াইডি, ফেরারি, শাওমি, পোরশে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও জেনারেল মোটরসের প্রতিষ্ঠান।

সড়কে একটি টেসলা গাড়ি
সড়কে একটি টেসলা গাড়িছবি: রয়টার্স ফাইল ছবি

১. টেসলা

তালিকায় প্রথম অবস্থানে থাকা এ গাড়ি কোম্পানিটির বাজার মূলধন ৭৬ হাজার ৮৮২ কোটি মার্কিন ডলার। কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের অস্টিনে। এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বৈদ্যুতিক যানসহ গাড়ি নির্মাণ শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অসামান্য অবদান আছে। টেসলার তৈরি মডেল এস, মডেল থ্রি, মডেল এক্স ও মডেল ওয়াইয়ের মতো গাড়িগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

২. টয়োটা

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে টয়োটার অবস্থান দ্বিতীয়। এর বাজার মূলধনের পরিমাণ ২৩ হাজার ৩৩৬ কোটি মার্কিন ডলার। কোম্পানিটির সদর দপ্তর জাপানের টয়োটা সিটিতে। গাড়ির জগতে নির্ভরযোগ্যতা ও নৈপুণ্যের প্রতীক হয়ে উঠেছে টয়োটা।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে টয়োটার অবস্থান দ্বিতীয়
বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে টয়োটার অবস্থান দ্বিতীয়ছবি: রয়টার্স ফাইল ছবি

৩. বিওয়াইডি (বিল্ড ইয়োর ড্রিমস)

তালিকায় চীনা কোম্পানিটির অবস্থান তৃতীয়। বিওয়াইডির বাজার মূলধনের পরিমাণ ১২ হাজার ১৭৪ কোটি ডলার। কোম্পানিটির সদর দপ্তর চীনের শেনজেন শহরে। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি ও নবায়নযোগ্য জ্বালানির দিক থেকে এ গাড়ি কোম্পানির বিশেষত্ব রয়েছে।

৪. ফেরারি

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ফেরারির অবস্থান চতুর্থ। এর বাজার মূলধনের পরিমাণ ৮ হাজার ২৩৬ কোটি মার্কিন ডলার। কোম্পানিটির সদর দপ্তর ইতালিতে। বিভিন্ন ধরনের আইকনিক সুপার কার ও রেসিং কারের জন্য দুনিয়াজুড়ে ফেরারির খ্যাতি রয়েছে।

৫. শাওমি

তালিকায় শাওমির অবস্থান পঞ্চম। চীনা এ প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ ৭ হাজার ৭২৯ কোটি ডলার। এর সদর দপ্তর বেইজিংয়ে। শাওমি অটোমোবাইল কোম্পানি লিমিটেড নামের কোম্পানিটি শাওমি অটো নামে বেশি পরিচিত। বাজারে আসার পর দ্রুততম সময়ের মধ্যে এটি চীনের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ফেরারির তৈরি একটি স্পোর্টস কার
ফেরারির তৈরি একটি স্পোর্টস কারছবি: রয়টার্স ফাইল ছবি

৬. পোরশে

তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশের বাজার মূলধনের পরিমাণ ৭ হাজার ১৯ কোটি ডলার। দামী, বিলাসবহুল ও উচ্চ সক্ষমতাসম্পন্ন রেসিং কার তৈরির জন্য এ কোম্পানি বেশ পরিচিতি পেয়েছে। এর সদর দপ্তর জার্মানির স্টুটগার্টে।

৭. মার্সিডিজ বেঞ্জ

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে মার্সিডিজ বেঞ্জের অবস্থান সপ্তম। এর বাজার মূলধনের পরিমাণ ৬ হাজার ৭০৫ কোটি মার্কিন ডলার। মার্সিডিজ বেঞ্জ বিলাসিতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের সমার্থক শব্দ হয়ে উঠেছে। এর সদর দপ্তরও জার্মানির স্টুটগার্টে।

৮. বিএমডব্লিউ

তালিকায় অষ্টম অবস্থানে থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর বাজার মূলধনের পরিমাণ ৫ হাজার ৩৯৬ কোটি ডলার। এটিও জার্মান কোম্পানি। এর সদর দপ্তর মিউনিখে।

 গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর সদর দপ্তর মিউনিখে
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর সদর দপ্তর মিউনিখেছবি: রয়টার্স ফাইল ছবি

৯. ভক্সওয়াগন

তালিকায় জার্মান কোম্পানি ভক্সওয়াগনের অবস্থান নবম। এ প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ ৫ হাজার ২৭৬ কোটি ডলার। এর সদর দপ্তর জামানির উলফসবার্গে। গুণগত মান, নিরাপত্তা ও উদ্ভাবনের জায়গা থেকে কোম্পানিটির বেশ খ্যাতি আছে।

১০. জেনারেল মোটরস

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে জেনারেল মোটরসের অবস্থান দশম। এ প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ ৫ হাজার ৫৫ কোটি ডলার। ১৯০৮ সালের ১৬ সেপ্টেম্বর উইলিয়াম সি ডুরান্ট জেনারেল মোটরস প্রতিষ্ঠা করেন। ওই সময়ে ঘোড়ায় টানা গাড়ির সবচেয়ে বড় বিক্রেতা প্রতিষ্ঠান ছিল জেনারেল মোটরস। কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। কোম্পানিটি এখন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তৈরি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com