শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
Uncategorized

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

আমেরিকান ম্যাগাজিন টাইমের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী তালিকায় জায়গা করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই তালিকায় রয়েছেন। তাছাড়া সিরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালাও রয়েছে এই ১০০ প্রভাবশালীর তালিকায়।

টাইম ম্যাগাজিনের এই লিস্টটির গোটা বিশ্বেই অত্যন্ত কদর রয়েছে। যথেষ্ট পরিমাণে গবেষণা ও চর্চার পরেই প্রথম ১০০-তে কোনও ব্যক্তিত্বকে জায়গা দেওয়া হয়। অবাক করা বিষয় হলেও তালিবান নেতা আবদুল ঘানি বরাদরও এই তালিকায় স্থান পেয়েছে। এছাড়াও জো বাইডেন, কমলা হ্যারিস, জিনপিং, ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে এই তালিকায়।

এই তালিকায় ১৭ নম্বরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর কিছুটা আগে ১২ নম্বরে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। মোদীর ঠিক একধাপ আগেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সময় 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com