সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বিশ্বের চতুর্থ ধনী এখন জাকারবার্গ, সম্পদ ছাড়াল ২০০ বিলিয়ন

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মার্ক জাকারবার্গের সম্পদ প্রথমবারের মতো ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ফলে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি এখন এই মার্কিন প্রযুক্তি ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া সেবাদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান মেটা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জাকারবার্গ প্রযুক্তি বিশ্বে বহুল পরিচিতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে। তাঁর ব্যবসা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম-ভিত্তিক বিভিন্ন সেবাদান হলেও জাকারবার্গের সাম্প্রতিক এই সাফল্য এসেছে মেটার ওরিয়ন এআর (অগমেন্টেড রিয়েলিটি) স্মার্টগ্লাস-এর হাত ধরে।

বর্তমানে মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ২৪ লক্ষ কোটি টাকারও বেশি)। আর এর ফলে ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে বিশ্বের ৫০০ শীর্ষ  ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। জাকারবার্গের উপরে এখন আছেন শুধু ইলন মাস্ক, জেফ বেজোস ও বার্নার্ড আর্নল্ট।

গত সপ্তাহে ‘মেটা কানেক্ট ২০২৪’ ইভেন্টে উন্মোচিত হয় প্রতিষ্ঠানটির প্রথম অগমেন্টেড রিয়েলিটি-ভিত্তিক স্মার্টগ্লাস ওরিয়নের প্রোটোটাইপ। ওরিয়ন এআর গ্লাসের প্রোটোটাইপটি ইতোমধ্যেই প্রযুক্তি জগতে আলোড়ন তৈরি করেছে। স্বাভাবিকভাবেই শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। মেটার শেয়ার দরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে ওরিয়ন গ্লাস উন্মোচনের পর থেকেই। আর মেটার দর বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবে শেয়ার বাজারে জাকারবার্গের ব্যক্তিগত সম্পদও যে ঊর্ধ্বমুখী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

গত বুধবার মেটার কানেক্ট ইভেন্টের প্রথম দিনে প্রতিষ্ঠানটির শেয়ার দর পৌঁছয় রেকর্ড উচ্চতায়। বর্তমানে মেটার মোট বাজার মূল্য ১.৪৪ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে চলতি বছরেই শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির বাজার দর ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মেটার ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদও তাই বেড়েছে বেশ দ্রুত গতিতেই। চলতি বছরে জাকারবার্গের সম্পদে যুক্ত হয়েছে ৭৩.৪ বিলিয়ন ডলার। আর বিগত ২ বছরে তাঁর ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে ৬ গুণ!

ওরিয়ন এআর স্মার্টগ্লাস জাকারবার্গের উচ্চাভিলাষী মেটাভার্স প্রজেক্টের একটি পণ্য। মেটাভার্স প্রজেক্ট নিয়ে এক সময় নানা সমালোচনার সম্মুখীন হতে হলেও এবার মেটাভার্স সাফল্যের মুখ দেখতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আর এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে মেটার ও জাকারবার্গের সম্পদেও।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com