সাম্প্রতিক এক জরিপে বিশ্বের সেরা বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। জরিপের ফলাফল অনুযায়ী বিমানবন্দরে কেনাকাটার অভিজ্ঞতা, খাদ্য ও পানীয় পরিষেবা এবং করবিহীন কেনাকাটার সূচকেও শীর্ষে রয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার জরিপটি পরিচালনা করে। সোমবার জরিপের প্রকাশিত ফলাফল অনুযায়ী তুরস্কের বিমানবন্দরটি শীর্ষে অবস্থান করে।
গ্লোবাল ট্রাভেলার জানিয়েছে, জরিপে অংশ নেয় প্রায় ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
বিমানবন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সেরা বিমানবন্দরসহ ৫টি ক্যাটাগরিতে ইস্তাম্বুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের।’
কতৃপক্ষ বলছে, ‘বিমানবন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।’