বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

বিয়ের ধুম লেগেছে তারকা ফুটবলারদের

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় অবসরের সময় কম ফুটবলারদের। সারা বছরজুড়েই থাকে খেলা। এখন অবশ্য ক্লাব ফুটবলে কিছুটা বিরতি থাকায় সময়টাকে কাজে লাগিয়েছেন বেশকজন তারকা ফুটবলার। বিয়ের পিঁড়িতে বসেছেন মার্টিনেজ-কোর্তোয়াদের মত তারকা ফুটবলাররা।

১. লাউতারো মার্টিনেজ: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গত ২৯ মে বান্ধবী অগাস্টিনা গান্ডোলফোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ইতালির কোমো শহরের একটি বিলাসবহুল হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়। সতীর্থদের মধ্যে তার বিয়েতে এমিলিয়ানো মার্টিনেজ, এন্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের মতো বিশ্বকাপজয়ী সব তারকারা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ২৯ মে বিয়ের অনুষ্ঠান করলেও এর আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

২. ডেভিড ডি গিয়া: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিন্ন করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। তবে ক্লাব ছাড়ার আগে তিনি বিয়ে করেছেন স্পেনের টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী এর্দুনে গার্সিয়াকে। স্পেনের মেনোর্কা শহরে দুহাত চার করেন ডি গিয়া। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরায় ধরা পড়েন ডে গিয়া ও তার স্ত্রী। তার বিয়েতে হুয়ান মাতা, আন্দ্রে হেরেরার মত তারকা ফুটবলারদের দেখা গেছে। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ডি গিয়া লেখেন, ‘আমরা এর থেকে বেশি খুশি হতে পারতাম না’।

৩. বার্নাদো সিলভা: চলতি মাসের শুরুতে পর্তুগিজ তারকা বার্নাদো সিলভা মডেল ইনেস তোমাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পোর্তের অদূরে একটি পাহাড়ের চূড়ায় একটি হোটেলে হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত ছিল প্রায় ২৫০ এর বেশি অতিথি। এই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন তার ম্যানসিটির সতীর্থরা। সম্প্রতি ম্যানসিটির জার্সিতে ট্রেবল জেতায় অবকাশের সময়টা বেশ ভালোভাবেই উপভোগ করছেন সিলভা।

৪. কেপা আরিজাবালাগা: স্প্যানিশ গোলরক্ষকদের মধ্যে ডি গিয়ার মত বিয়ে করেছেন কেপা আরিজাবালাগা। সাবেক মিস ইউনিভার্স স্পেন আন্দ্রেয়া মার্টিনেজকে বিয়ে করেছেন এই ফুটবলার। গত বছরের সেপ্টেম্বরে বাগদান সম্পন্ন করার পর চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

৫. থিবো কর্তোয়া: বিয়ে করেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়া। ইসরায়েলের মডেল মিশেল গেরজিগকে বিয়ে করেন কর্তোয়া। ফরাসি শহর কানে বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। অবশ্য জাতীয় দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব একটা স্বস্তিতে নেই এই গোলরক্ষক। এ ছাড়াও জাতীয় দলে তার অধিনায়কত্ব নিয়েও কম নাটকীয়তা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com