শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
Uncategorized

বিমান ল্যান্ডিং অতঃপর যাত্রীদের হাততালি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
বিমান রানওয়ে থেকে আকাশ উড়লেই আমি বিমানে ঘুম দিই। গত কয়েক মাস আগে জার্মানির হামবুর্গ থেকে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে বাংলাদেশে যায় টার্কিশ এয়ারলাইনস। এবারও ব্যত্যয় না ঘটিয়ে টার্কিশ এয়ারলাইনসে আসি, তবে যাত্রা জার্মানির ব্রেমেনে, যেখানে বর্তমানে আমার বসবাস। তবে এবারে দেখলাম ভিন্ন চিত্র। গত ২৬ আগস্ট টার্কিশ এয়ারলাইনসের বিমানটি যখন ব্রেমেন রানওয়েতে সন্তর্পণে ল্যান্ড করল, বিমানের ভেতরের যাত্রীরা মুহুর্মুহু হাততালি দিয়ে আহ্লাদী হয়ে উঠলেন।

এতে যেকোনো পেশার মানুষ নিজ কাজে আনন্দ খুঁজে পান। যেমনটি ক্যাপ্টেন নওশাদেরও ফার্স্ট অফিসারের ভূমিকায় ২৭ আগস্ট জীবন রক্ষা পেয়েছিল ওমান থেকে ঢাকার উদ্দেশে আসা ১২৪ যাত্রীর। পাঁচ বছর আগেও ২০১৬ সালে আরেকটি দুর্ঘটনার হাত থেকে ১৪৯ যাত্রী আর সাত ক্রুর জীবন বাঁচিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। আসলেই বিমানের সুন্দরভাবে ল্যান্ডিং হলে যাত্রীরা আহ্লাদিত হই, ব্রেমেন এয়ারপোর্টে বিমান ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে যাত্রীরা হাততালি দিলে আমিও হাততালিতে শরিক হই। ছোট–বড় প্রতিটা কাজেই আসলেই কৃতজ্ঞতা প্রকাশে অনেক সুন্দর আবহের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com