বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা ১৯৭২ সালে যাত্রা শুরু করে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে প্যাসেজ্ঞার এবং কার্গো সার্ভিস পরিচালনা করে। বর্তমানে ২৩টি আন্তর্জাতিক রুটে এবং ৮টি অভ্যন্তরিন রুটে ফ্লাইট পরিচালনা করে। বিমান প্যাসেজ্ঞার এবং কার্গো সার্ভিস পরিচালনা করে। বিমান হজ্ব মৌসুমে হজ্বযাত্রী পরিবহন করে। প্রতি বছর বিমান প্রায় ৬৫০০০ হজ্ব যাত্রী পরিবহন করে।

বিমান বহরে বর্তমানে ৬টি বোয়িং-৭৮৭ ড্রীম লাইনার, ৪টি বোয়িং-৭৭৭ এবং ৬টি বোয়িং ৭৩৭ এবং ২টি ড্যাস-৮ এয়ারক্র্যাফট রয়েছে। সম্প্রতি একটি সুপরিসর ড্রিম লাইনার যুক্ত হওয়াতে খুব শিঘ্রই নিউইয়র্ক এবং টোকিও বিমান পরিচালনা শুরু হবে।

বাংলাদেশের সর্ববৃহৎ সরকারী এয়ারলাইন বাংলাদেশ বিমান ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং বিমানে এয়ারক্রাফটে নতুনত্ব আনার প্রক্রিয়ায় বোয়িং কোম্পানির সাথে ১০টি সুপরিশর বোয়িং ক্রয়ের চুক্তি করে।

বিমানের ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম চালু করেছে।

বিমানের নিজস্ব গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস রয়েছে। আন্তর্জাতিক মান সম্পন্ন একটি ট্রেনিং সেন্টারও আছে।
বর্তমানে বিমানের ১৮টি এয়ারক্রাফট দিয়ে ২৩টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী সেবার মান বাড়াতে বিমান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।
বিমানের নিজস্ব ফ্লাইট ক্যাটারিং সেন্টার রয়েছে যেখান থেকে আন্তর্জাতিক মান সম্পন্ন খাবার বিমানযাত্রীদের পরিবেশন করা হয়।

অন্যান্য এয়ারলাইন্সকেও গর্বের সঙ্গে ক্যাটারিং সার্ভিস দিয়ে আসছে। আর এই মেনুর স্বাদ ৩০,০০০ ফিট উপরেও থাকবে আটুট। বাংলাদেশের প্রচলিত খাবারের পাশাপাশি পাশ্চাত্যের খাবারও পরিবেশিত হয়।

*ব্রেকফাস্ট মেনু
কোমল পানীয়, চিজ, অমলেট, হাতে করা মাশরুম ক্রয়স, টাটকা রোল, মাখন, জ্যাম চা বা কফির সাথে বিভিন্ন তাজা ফলের রস।

*লাঞ্চ মেনু
সদ্য বাগান থেকে সংগ্রহ করা মৌসুমি শাক সবজির সঙ্গে গার্ডেন স্যালাদ।
মেইন কোর্স
এই দেশে উৎপাদিত সুগন্ধি চাল দিয়ে তৈরি রাইসের সাথে চিকেন কারি: বিভিন্ন ধরনের মৌসুমি শাক সবজির ভাজি, লেবু, কাঁচা মরিচ।
মিষ্টান্ন / ডেজার্ট
বাদাম দিয়ে সাজানো গোলাপজলের সুঘ্রাণ সমৃদ্ধ সুগন্ধি চালে তৈরি পায়েশ।

ডিনার মেনু
সালাদ
সদ্য সংগ্রহিত মৌসুমি ফলের তৈরী ফ্রুট সালাদ।
মেইন কোর্স
চিকন চালের ভাতের সঙ্গে ভেড়ার মাংশের কারি, মুগ ডাল, বিভিন্ন মৌসুমি শাক সবজির ভাজি, কাচাঁমরিচ, বাটার নান।
মিষ্টান্ন / ডেজার্ট
টিনজাতের পিচফল সাজানো ক্যারামেল কাস্টার্ড।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্রæত ও দক্ষ চেক-ইন, আগাম চেক ইন, লাউন্স একসেস এবং ভ্রমন সঙ্গীহীন অপ্রাপ্তবয়ষ্কদের জন্য বিশেষ হান্ডলিংয়ের মতো সুবিধা দিয়ে থাকে।

বাংলাদেশের সব বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধা ছাড়াও এটি বিশ্বব্যাপি মালামাল পরিবহন সেবা প্রদান করে থাকে।

এছাড়া রয়েছে বিমানের একটি পোল্ট্রি কম্পেøক্স।

ডিউটি ফ্রি পণ্যের বিষয়ে তথ্য জানার জন্য ফ্লাইটে ব্রুশিউর পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com