বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
Uncategorized

বিমান চালিয়ে একাই বিশ্বভ্রমণে এই তরুনী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মাত্র ১৯ বছর বয়সী জারা রাদারফোর্ড।এই বয়সেই পুরোদস্তুর পাইলট তিনি।বিশ্বের সবচেয়ে কণিষ্ঠতম নারী হিসেবে সারা বিশ্ব একা বিমানভ্রমণের সংকল্প নিয়েছেন তিনি।গত বুধবার তিনি এই তিন মাসব্যাপী ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম বেলজিয়ামের কর্টরজিক-ওয়েভেলজেম বিমানবন্দর থেকে নিজের ‘শার্ক আলট্রালাইট’ বিমান নিয়ে উড়াল দিয়েছেন তিনি।বলে রাখা ভালো, শার্ক আলট্রালাইট বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মাইক্রোলাইট এয়ারক্রাফট।

জারা ব্রিটিশ-বেলজিয়ান বংশোদ্ভূত। তার প্রত্যাশা, তার ভ্রমণের গল্প নারীদের উৎসাহিত করবে; তাতে নারীরা স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) খাতে পড়াশোনা এবং বিমানচালনা নিয়ে কাজ করার ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠবে।

জারা বলেন, ছোটবেলা থেকেই বিমানচালনা বিদ্যা ও স্টেম খাতের পড়াশোনার প্রতি আমার ব্যাপক আগ্রহ ছিল।

আশে’পাশের অন্য মেয়েদের মধ্যে আমি সেই আগ্রহ দেখতে পাইনি।আমার মনে হতো এটা খুবই দুঃখজনক ও হতাশার।আশা করছি, আমি নারীদের এই খাতে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারব।

জারা বলেন, আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি। আমার মনে হয়, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা মহাকাশেই রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com