শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
Uncategorized

বিপা’র ব্যতিক্রমী আয়োজন ‘বর্ণে ছন্দে গীতিতে’

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) গত রবিবার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘বর্ণে ছন্দে গীতিতে’ শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর এই অনুষ্ঠানে অংশ নেয়।

করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত বাতাসে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই মূলত তাদের এই আয়োজন। এর পাশাপাশি নিউইয়র্কে জন্ম নেয়া বাংলাদেশি নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে  বিপার এই ব্যতিক্রমী পরিবেশনা।

এদিন দুপুরে দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে বাংলা সংগীতে অংশ নেয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েরা। এছাড়াও বেশ কিছু শিশু-কিশোর চিত্রাংকনে অংশ গ্রহণ করে।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।  সঙ্গীত পরিবেশনের সময় এ্যানি ফেরদৌসের নেতৃত্বে দলীয় নৃত্য বেশ উপভোগ্য ছিল।

অনুষ্ঠানে আগত সুধীজন ও উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেলিমা আশরাফ ও এ্যানি ফেরদৌস । সঞ্চালনা করেন বিপার সাবিনা হাই উর্বি।

আজকাল

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com