মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

বিনা খরচে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীন

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বর্তমানে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর প্রিয় গন্তব্য  চীন। দেশটিতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় দু’হাজার ৮৫০টি, যার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় আড়াই হাজার। এ ছাড়া বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় ৩০০। চীনা বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসংখ্য প্রোগ্রাম অফার করে থাকে। তেমনই একটি প্রোগ্রাম হচ্ছে চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপ।

চীন সরকারের চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগামের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ সময় আগামী  ২৬ ডিসেম্বর।

সুযোগ-সুবিধা
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে।
• উপবৃত্তি হিসেবে স্নাতকে প্রতি মাসে আড়াই হাজার চীনা ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার) প্রদান করবে।  স্নাতকোত্তরে প্রতি মাসে তিন হাজার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ হাজার) চীনা ইউয়ান দেবে। আর পিএইচডিতে প্রতি মাসে সাড়ে তিন হাজার (বাংলাদেশি টাকায় প্রায় ৫২হাজার) চীনা ইউয়ান দেবে দেশটির সরকার।
• চিকিৎসা বীমা প্রদান করবে।

বয়সের শর্তসমূহ:
১. স্নাতক: সর্বোচ্চ ২৫ বছর
২. স্নাতকোত্তর: সর্বোচ্চ ৩৫ বছর
৩. পিএইচডি: সর্বোচ্চ ৪০ বছর
৪. জেনারেল স্কলার প্রোগামের জন্য: সর্বোচ্চ ৪৫ বছর
৫. সিনিয়র স্কলার প্রোগামের জন্য: সর্বোচ্চ ৫০ বছর

প্রয়োজনীয় নথি
• জীবন বৃত্তান্ত।
• জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি।
• মোটিভেশনাল লেটার।
• মেডিকেল সার্টিফিকেট।
• অনলাইন আবেদনপত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• রিকমেন্ডেশন লেটার।
• স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
• গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর)।
• ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোফেল) ।
• পুলিশ ক্লিয়ারেন্স।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে । তবে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না। চীন সরকারের কাছে আবেদন করতে লিংকে ক্লিক করুন (https://www.campuschina.org/)।  বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে লিংকে ক্লিক করুন (http://103.4.145.251:3030/scholarship/cscchina/)। এ লিংক আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/ নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে।

হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন (https://www.campuschina.org/content/details3_74776.htm)l

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com