শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

বিদেশে পড়তে চাইলে বেছে নিতে পারেন সিঙ্গাপুর

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

বিদেশে অনেকে পড়াশোনা করতে চান। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনাও করেন অনেকে। সিঙ্গাপুর আপনার গন্তব্য তালিকায় থাকতে পারে। কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয় বিদেশি শিক্ষার্থীদের।

দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এশিয়ার শিক্ষার্থীদের স্নাতক বৃত্তি দেয়। টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং নবীনদের জন্য ভ্রমণ খরচ মেলে এ বৃত্তি পেলে। আবার নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ এবং এনটিইউ-ইউনিভার্সিটি স্কলারস প্রোগ্রাম স্কলারশিপ প্রদান করে। দুটি বৃত্তিতেই শিক্ষার্থীদের নানা আর্থিক সহায়তা করা হয়। এ বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুরে একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন সুযোগ প্রদান নিশ্চিত করে।

সিঙ্গাপুরে আরও কিছু বৃত্তি রয়েছে। এগুলোর মধ্য ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্কলারশিপ অন্যতম। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এসঅ্যান্ডটি) আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তি স্নাতক শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ। এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ পান।

 আবেদনের যোগ্যতাগুলো—

  • সিঙ্গাপুরবাসী ছাড়া এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;
  • শক্তিশালী নেতৃত্বের গুণাবলি এবং সম্ভাবনা;
  • সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রমবহির্ভূত নানা কর্মকাণ্ডের বিষয়ে আগ্রহ;
  • হাইস্কুলে অসামান্য ফলাফল।

বৃত্তির সুবিধা—

  • টিউশন ফি এবং প্রয়োজনীয় কিছু খরচের জন্য হাতখরচ;
  • বছরে ছয় হাজার ডলার সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
  • সেটলিং ভাতা ২০০ সিঙ্গাপুর ডলার;
  •  বাসস্থানের জন্য ভাতা।

বৃত্তির জন্য শর্তাবলি—

  •  এনইউএসে আবেদনের জন্য কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বিষয়গুলোর থাকতে হবে:
  • সিঙ্গাপুরের নিবন্ধিত কোম্পানির সঙ্গে ছয় বছরের পোস্টগ্র্যাজুয়েশন বন্ড থাকবে
  • ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
  • রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ (আরইপিএস)

নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অর্থায়নের এ স্কলারশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের নানা সুযোগ প্রদান করে। এ বৃত্তি কোনো শিক্ষার্থী পেলে টিউশন ফি, জীবনযাপন ভাতা, বইয়ের জন্য অনুদানসহ নানা সুবিধা পাবেন।

এ বৃত্তিতে যোগ্যতা—

  • সব দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
  • এনটিইউয়ে রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পূর্ণ সময়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
  • নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।

এ বৃত্তির সুবিধা—

  •  সম্পূর্ণ টিউশন ফি;
  •  প্রতিবছর ৬ হাজার সিঙ্গাপুর ডলার জীবনযাত্রার ভাতা;
  •  প্রতিবছর ৫০০ সিঙ্গাপুর ডলার বইয়ের জন্য ভাতা;
  • এনটিইউ হোস্টেলের জন্য আবাসন ভাতা।

আবেদনের যোগ্যতা—

  • পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি;
  •  অসামান্য একাডেমিক ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;

 সুবিধাগুলো—

  • সম্পূর্ণ টিউশন ফি
  • প্রতিবছর জীবনযাপনের জন্য আর্থিক ভাতা ছয় হাজার সিঙ্গাপুর ডলার;
  •  এনটিইউ হোস্টেলে থাকার জন্য আবাসন ভাতা;
  • এককালীন কম্পিউটার ভাতা।

** নানইয়াং স্কলারশিপ—

এনটিইউর বৃত্তি স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য।

 আবেদনের যোগ্যতা—

  • সব দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন উন্মুক্ত;
  • এনটিইউর অধীন পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম সমন্নকারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • শিক্ষাজীবনে ব্যতিক্রমী ফলাফল বাড়তি যোগ্যতা;
  • শিক্ষাজীবনে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ।

 বৃত্তির সুবিধা—

  • সম্পূর্ণ টিউশন ফি;
  •  প্রতিবছর ৬৫০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
  • এনটিইউ হোস্টেলের থাকার জন্য আবাসন ভাতা।
  • এককালীন কম্পিউটার ভাতা।

আবেদনের শর্তাবলি—

  • ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে;
  • সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
  • পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রির সমাপ্তি;
  • অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;
  • ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫
  •  নেতৃত্বের গুণাবলি।

সুযোগ–সুবিধা—

  • টিউশন ফি মিলবে;
  •  প্রতিবছর ৩ হাজার ৬০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপনের জন্য ভাতা;
  •  হাস বৃত্তি—

মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। হাস স্কলারশিপ স্নাতক কোর্স করা শিক্ষার্থীদের জন্য।

 আবেদনের যোগ্যতা—

  •  সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
  • অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ
  • শক্তিশালী নেতৃত্বের গুণাবলি
  •  ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com