শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

বিদেশে উচ্চ শিক্ষা

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
Portrait of a happy group of students in London looking at the camera and smiling - lifestyle concepts
আমাদের সবারই ইচ্ছা থাকে ইউরোপের একটি ভালো দেশে লেখাপড়া করতে যাওয়ার কিন্তু যখনই আমারা জাবি আইএলটিএস করতে হবে তখনই আমরা পাঁচ পা পিছিয়ে যাযইকিন্তু আমরা এটা কখনো ভেবে দেখিনা আইএলটিএস এতটা বাধ্যতামূলক কোন কিছু না,

ইউরোপের অনেক দেশে আছে যেখানে আইএলটিএস ছাড়া আসা যায় কিন্তু তার জন্য আপনার একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। ধরুন আপনি ইউরোপে এপ্লাই করলেন কিন্তু  IELTS ছাড়াসেক্ষেত্রে আপনার  নিজের জন্য ঝুঁকি থেকে যাবেআর আপনি যদি আইএলটিএস সম্পন্ন করে ইউরোপে আসতে পারেন তাহলে পরে আপনার সে ক্ষেত্রে কোন ঝুঁকি থাকবেনাকারণ,

ইউরোপের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনার টিউশন ফ্রি ভিসা হবার আগেই পাঠিয়ে দিতে হয় এখন আপনি এত টাকা টিউশন ফি পাঠিয়ে দেওয়ার পরে আপনি কেন  ঝুঁকি নিবেনএজন্য আমি সবসময় বলে থাকে আইএলটিএস করে আসার জন্য।

উচ্চশিক্ষার জন্য দক্ষিন এশিয়ার ছাত্রছাত্রীদের অন্যতম বাঁধা হল ইংরেজী ভাষার দক্ষতা প্রমানের সার্টিফিকেট( IELTS, TOFEL, PTE, ESOL) সবাই কম বেশি যে প্রশ্নটা করে থাকেন – আমার আইএলটিএস কার নেই বা ব্যান্ড স্কোর আশানুরূপ না তাহলে আমি কি ইউরোপ আমেরিকায় উচ্চশিক্ষা নিতে পারবো ?? বা কাদের বিদেশে পড়তে আইএলটিএস বাধ্যতামূলেক না ?

ইংরেজী ভাষার দক্ষতার সার্টিফিকেট মূলত ২ জিনিসের উপর ব্যাস করে সেট করে থাকেসেটা যদি ইউনিভার্সিটির রিকয়ারমেন্টে থাকে২য় ইমিগ্রেশন বিভাগের রিকয়ারমেন্টে থাকে.

অনেক দেশের ক্ষেত্রে ২ টাই একসাথে থাকে.ধরনে ভর্তির জন্য ইউনিভার্সিটি IELTS requirements বাধ্যতামূলেক করে দিয়েছেসেখানে আপনি আইইএলটিএস ছাড়া আবেদনের কোন সুযোগ নেইযদি তারা মনে করে আপনার ভর্তির জন্য আইইএলটিএস লাগবে না তাহলে সেটা ছাড়াই ভর্তি হতে পারবেন.

এখন IELTS Mandatory থাকার পরও আপনার জন্য লাগবে না যদি আপনি আপনার বিগত ১২ বছরের শিক্ষা কার্যক্রম ইংরেজি করে থাকেন আর প্রমান দিতে পারেন.আপনি ইউরোপের কেন দেশইউএসকানাডানিউজিল্যান্ডদক্ষিন আফ্রিকা সহ

মাতৃভাষা যেসব দেশের ইংরেজী সেদেশের স্কুল/কলেজ শেষ করে থাকেন কিংবা ঐ সব দেশ থেকে মিনিমাম ২ বছরের কেন ডিগ্রী নিয়ে থাকেন তাহলে আপনাকে Extra কোন ইংরেজী ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে না যেটা ইউনিভার্সিটি সেট করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com