বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

বান্দরবানের রুমা-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
বান্দরবা‌নের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণ‌বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে ওই দুই উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করা হয়েছে। ফ‌লে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না। তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থে‌কে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্যসংগ্রহ ক‌রে যথাযথ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দীর্ঘদিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট সকলের মুখে হাসি ফুটেছে। এতদিন নিষেধাজ্ঞার কবলে পড়ে যেমন ভ্রমণপিপাসুরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেননি তেমনি ব্যাবসনা বাণিজ্যে ভাটা পড়েছিলো। আর এতে করে বেশ দুশ্চিন্তায় ছিলেন ব্যবসায়ী ও কর্মচারীরা। অবশেষে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও সুদিনের অপক্ষো পর্যটন সংশ্লিষ্টদের।
উল্লেখ‌্য, গত বছ‌রের ১৭ অক্টোবর রা‌ত থে‌কে পাহা‌ড়ের কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জ‌ঙ্গিবি‌রোধী যৌথবা‌হিনীর অভিযা‌নের কার‌ণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com