আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ)। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবার মেলার ২৮তম আসর বসবে।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্য সচিব বলেন, আগামী ২১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন হতে চলেছে। সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করবেন। পূর্বাচল এক্সপো সেন্টারে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এর আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।