শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

বাংলা নববর্ষে সারাদেশে ছড়ালো উৎসবের রঙ

  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামে বর্ষবরণে নগরীর ডিসি হিলের মুক্ত মঞ্চে চলে নানা আনুষ্ঠানিকতা। বের হয় মঙ্গল শোভাযাত্রা। ৩২টি সাংস্কৃতিক সংগঠন মিলে সিআরবির শিরিশ তলায় আয়োজন করে নববর্ষ বরণ উৎসব।

বরিশালে ব্রজমোহন প্রাঙ্গনে উদীচী শিল্প গোষ্ঠির প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। পরে অশ্বিনী কুমার টাউনহলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নগরীর মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উদ্বোধন করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। সকালে পদ্মাপাড়ের আলুপট্টি বটমূলে নৃত্য, সঙ্গীত আর কবিতার পংক্তিমালায় হয় বর্ষবরণ উৎসব।

খুলনা জেলা শিল্পকলা আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। নানা আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়েও উদযাপিত হয় বর্ষবরণ।

রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সংগঠনের সদস্যরা রঙ-বেরঙের পোশাক পড়ে, বাদ্য যন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। টাউন হল মাঠে তিনদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

কুমিল্লায় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের নেতৃত্বে ভিক্টোরিয়া কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রেলী বের করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

জামালপুরে আশেক মাহমুদ কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়া কলেজ শিক্ষার্থীদের আংশগ্রহণে ছিল নাচ-গানের পরিবেশনা।

ঝিনাইদহেও নানা আয়োজনে বরণ করা হয় বাংলা নববর্ষ।

গাইবান্ধায় জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন জেলা প্রশাসক অলিউর রহমান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন।

বিভিন্ন কর্মসূচিতে নতুন বছরকে বরণ করে কুষ্টিয়াবাসী।

বরগুনায় শিমুলতলা বৈশাখী মেলার মাঠে প্রভাতি বর্ষবরণের অনুষ্ঠান ও গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ উদযাপন।

বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে নরসিংদীবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য এক মঙ্গলশোভা যাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। নাটোর শহরে জেলা প্রশাসক আবু নাসের ভুঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের সদস্যরা নানা প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাছারি বাড়ি গিয়ে শেষ হয়। এছাড়া নওগাঁয়, মাগুরা, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, সাতক্ষীরা, দিনাজপুর, মেহেরপুর, নরসিংদী, বাগেরহাট, বগুড়া, যশোর, নেত্রকোণা, জয়পুরহাট, কুড়িগ্রাম, টাঙ্গাইল, রাজবাড়িসহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com