‘বাংলাদেশ হার্ডলাইনে এখনো যায়নি, ভারত বাধ্য করলে উচিত হবে যাওয়া’ বলে মন্তব্য করেন বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শাখাওয়াত হোসেন সায়ন্থ। বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ভারতের উগ্র জনতা যেভাবে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করাসহ যা করলো, চিকিৎসা দিতে মানা করাসহে হোটেলে থাকতে নিষেধাজ্ঞা করার মত বিষয়গুলো খুবই বৈরি আচরণ। অথচ, তাদের দেশের টিভি চ্যানেলগুলো এখনো আমাদের দেশে চলমান, বাংলাদেশের কোনো চ্যানেল তাদের দেশে সম্প্রচার হয় না কারণ তারা সাংস্কৃতিক আগ্রাসন করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে তাদের যেসব বাণিজ্যিক সুবিধা দেওয়া হয়েছিল যেমন, টিভি চ্যানেল বন্ধ করে দেওয়াসহ বাণিজ্যিক রাস্তা দেওয়ার মত বিষয়গুলো অন্যায় সুবিধা হিসেবে বন্ধ করে দেওয়া হলে ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। পাকিস্তান,চীনসহ ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশকে গ্রহণ করছে।