বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

বাংলাদেশে রেলপথ ছাড়াও সড়কপথ সংযোগ স্থাপন করবে ভারত

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর থেকে হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথেও সংযোগ স্থাপনের দুই দেশের সরকারের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ভারতের রাজশাহী বিভাগীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায়।

রবিবার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রেলপথ পরিদর্শনের সময় এসব জানান তিনি।

এসময় তিনি বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। এতে বদলে যাবে আঞ্চলিক আর্থ সামাজিক উন্নয়নের চিত্র।

ভারতীয় সহকারী হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি-হলদিবাড়ী জিরো পয়ন্টে রেল সংযোগ স্থাপনার পাশাপাশি ভারতের সঙ্গে সড়ক (স্থলপথ) সংযোগের স্থান পরিদর্শন করেন।

স্থানীয়রা বলেন, চিলাহাটি স্থল বন্দর চালু হলে চিকিৎসা সেবাসহ ব্যবসা-বাণিজ্যে সুফল আসবে। এই এলাকার মানুষের দাবি দুই দেশের রেলপথের পাশাপাশি সড়ক পথ স্থাপনের ।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বারের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা ড্রাগ এসোসিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানার অফিসার ইনচার্জ মহসিন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com