শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না, তবু এই ছবি নিয়ে এত আগ্রহ কেন

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডিংয়ে আছে একটি দক্ষিণি ছবি, ‘লাকি ভাস্কর’। আজই ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। না বাংলাদেশে নয়, তেলেগু এ ছবিটি ভারত ছাড়া বিশ্বের নানা প্রান্তে মুক্তি পেয়েছে। দেশে মুক্তি না পেলেও ছবিটি নিয়ে বাংলাদেশে দর্শকের এত আগ্রহ কেন?

কয়েক বছর ধরেই দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে দেশি দর্শকের আগ্রহ অন্তর্জালে ঢুঁ মারলেই বোঝা যায়। এই তো দিন কয়েক আগেই সি প্রেম কুমারের ‘মেআরগান’ নিয়ে বিস্তর চর্চা হয়েছে ফেসবুকে। গল্প, টানটান চিত্রনাট্য আর অভিনয় মিলিয়ে অনেক দর্শকই তারিফ করেন দক্ষিণি সিনেমার। ‘লাকি ভাস্কর’ নিয়ে আগ্রহের এটা একটা কারণ।

‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি
‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি

এ ছবিটি নিয়ে আগ্রহের আরেকটি বড় কারণ দুলকার সালমান। আলোচিত এই মালয়ালম তারকা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। তাঁর নতুন ছবি মুক্তি পাচ্ছে, তাই ভক্তরাও এ ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। অন্তর্জালে ঢুঁ মেরে নানা তথ্য সংগ্রহ করছেন।

অসুস্থতাসহ নানা কারণে অনেক দিন বড় পর্দায় নেই দুলকার সালমান। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘কিং অব কথা’ মুক্তি পেয়েছিল গত বছরের ২৪ আগস্ট। সময়ের হিসাবে এক বছরের বেশি সময় পর আবার প্রেক্ষাগৃহে ফিরছেন দুলকার, এটিও ভক্তদের আগ্রহের বড় কারণ।

‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি
‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি

এ ছাড়া কিছুদিন আগে ছবিটির ট্রেলার মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ট্রেলারে দেখানো বিভিন্ন সংলাপ, দৃশ্য নিয়ে দর্শকেরা মন্তব্য করেছেন; সব মিলিয়ে ছবিটি নিয়ে যে উন্মাদনা, তাতে শরিক ছিলেন দেশি ভক্তরাও।

এবার আসা যাক ‘লাকি ভাস্কর’ সিনেমাটির প্রসঙ্গে। ভেঙ্কি অতলুরি পরিচালিত ‘লাকি ভাস্কর’ মূলত ইতিহাসনির্ভর ক্রাইম থ্রিলার সিনেমা। এতে দুলকারের সঙ্গে পর্দায় দেখা যাবে মীনাক্ষী চৌধুরী, আয়েশা খানকে।

 ‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি
‘লাকি ভাস্কর’–এর দৃশ্য। আইএমডিবি

আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এ সিনেমা। এক সাধারণ মানুষের ‘অসাধারণ’ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাকি ভাস্কর’।

‘ভাথি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর গত বছর এ সিনেমার ঘোষণা দেন নির্মাতা ভেঙ্কি অতলুরি। ২০২৩ সালের ১৫ মে আসে আনুষ্ঠানিক ঘোষণা। গত বছরের অক্টোবরে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে ছবিটির শুটিং শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com