শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

বাংলাদেশে পাকিস্তানের ড্রামা সিরিজ খুবই জনপ্রিয় : হাইকমিশনার

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রুহুল আলম সিদ্দিক বলেছেন, বাংলাদেশে পাকিস্তানের ড্রামা সিরিজগুলো খুবই জনপ্রিয়। এছাড়া তার স্ত্রী পাকিস্তানের ফুড চ্যানেলগুলো বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি।

করাচি কাউন্সিল অন ফরেন রিলেসন্সের (কেসিএফআর) আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন হাইকমিশনার মোহাম্মদ রুহুল আলম। এছাড়া দুই দেশের মানুষের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

হাইকমিশনার বলেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরাসরি জাহাজ চলাচলের রুট বন্ধ হয়ে যাওয়ায় গত দুই বছর ধরে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা-করাচি বিমান চলাচল পাকিস্তান এয়ারলাইন্সের জন্য এখনো একটি লাভজনক রুট। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূল স্তম্ভ।

অনুষ্ঠানে বাংলাদেশি হাইকমিশনার জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন করা।

এছাড়া পাকিস্তানের তুলা উৎপাদন কমিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন হাইকমিশনার। তিনি জানিয়েছেন, তুলা উৎপাদন কমানোয় বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্কের মধ্যে প্রভাব পড়েছে। তিনি অনুষ্ঠানে আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের শিল্পীরা প্রায় সময়ই লোক সংগীত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

অপরদিকে কেসিএফআর-এর চেয়ারপারসন নদরা পাঞ্জওয়ানি বলেন, অনেক বাংলাদেশি পাকিস্তানে ভ্রমণ করতে চান। কিন্তু বিভিন্ন বিধিনিষেধের কারণে তারা পাকিস্তানের ভিসা পান না। যেটি ২০১৩ সাল থেকে চলে আসছে। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com