বাংলাদেশ পর্যটন করপোরেশন এরই মধ্যে দেশের ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে। দেখে নিন সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেলগুলোর নাম ও ঠিকানা-
* হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ঠিকানা: ১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
* হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ঠিকানা: ১ নং মিন্টু রোড, ঢাকা-১০০।
* রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। ঠিকানা: এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
* ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঠিকানা: এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
* লা মেরিডিয়ান ঢাকা। ঠিকানা: ৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
* দ্য ওয়েস্টিন ঢাকা। ঠিকানা: প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা।
* হোটেল সারিনা লিমিটেড। ঠিকানা: হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩।
* রেনেসান্স হোটেল। ঠিকানা: প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা।
* রেডিসন ব্লু বে ভিউ। ঠিকানা: এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম।
* রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। ঠিকানা: জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার।
* সিগ্যাল হোটেল লিমিটেড। ঠিকানা: হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার।
* ওশান প্যারাডাইস লিমিটেড। ঠিকানা: প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার।
* সায়মন বিচ রিসোর্ট লিমিটেড। ঠিকানা: মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার।
* গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ঠিকানা: রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
* মম ইন লিমিটেড। ঠিকানা: নওদাপাড়া রংপুর রোড, বগুড়া।
* হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড। ঠিকানা: ১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০।
* দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। ঠিকানা: পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ।