মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

বাংলাদেশি প্রবাসী পরিবারের রাজকীয় বিয়ে

  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী পরিবারের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট রাতে দেশটির বারকা রমেশ নামক স্থানের প্লাম প্লেস নামের একটি বিলাসবহুল রিসোর্টে এ রাজকীয় বিয়ের আয়োজন করা হয়।

ওই দিন রাত ৯টায় বরের আগমনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার সূচনা হয়। বর বাংলাদেশি মালিকানাধীন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী রামাল আল উস্তা ন্যাশনাল এলএলসির স্বত্বাধিকারী শামশুল আলমের প্রথম সন্তান আরফাদুল আলম কায়স এবং কনে আব্দুল্লাহ আল শাকালী অ্যান্ড সন কো-এএসএসওর স্বত্বাধিকারী জহের মিয়ার বড় মেয়ে বিবি আমেনা রেফায়া।

একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী হলুদ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয়।

জমকালো আয়োজনের এ বিয়েতে উপস্থিত ছিলেন এক হাজারের বেশি অতিথি। স্থানীয় ওমানি, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অতিথিদেরও উপস্থিত হতে দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে।

এছাড়াও বিয়েতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ওমানে বসবাসরত কয়েকশ পরিবারসহ নানা শ্রেণিপেশার মানুষ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতারা, চট্টগ্রাম সমিতি ওমানের নেতারা, বাংলাদেশ স্কুল মাস্কাটের কর্মকর্তারা, জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা, গাউছিয়া কমিটির নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা ও উদ্যোক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com