সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

বাংলাদেশি পণ্য নিয়ে মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের মেলা

  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তারা ‘উই হাটবাজার’ নামে দেশীয় পণ্যের মেলার আয়োজন করেছে। শনিবার (১০ জুন) এ মেলা হবে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে।

জি টাওয়ারের বলরুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এতে অংশ নিচ্ছেন দেশ এবং প্রবাসের নারী উদ্যোক্তারা।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে বুকিত বিংতানের ভি আইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্সের (উই) প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

আয়োজকরা জানান, আকর্ষণীয় মূল্যে বিদেশে বসে দেশীয় পণ্য কেনার সুযোগ মিলবে মেলায়। বিভিন্ন স্টলে থাকবে খেজুর-কাঁঠাল থেকে শুরু করে সব ধরনের আচার, নিজস্ব ডিজাইনের ব্লক কুর্তি, টাঙ্গালের শাড়ি, জামদানি, নকশিকাঁথা, মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি কাপড়, দেশীয় অলংকার ও হস্তশিল্পের জিনিসপত্র।

উই’র মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী নারীদের আরও উদ্বুদ্ধ করবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি, দেশীয় পণ্যের প্রসার এবং প্রবাসী নারীদের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই ‘উই হাটবাজার’ মেলার আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com