1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মালয়েশিয়া প্রবাসীদের বড় সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই সুখবর জানান।

ভিডিওতে ড. আসিফ নজরুল বলেন, ‘আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী আমাদের যে বাংলাদেশি ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবুও আবার কনফার্ম করছি। মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই-বোনেরা আছেন, তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি, তখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল, আমাদের মিটিং হয়েছিল।

আমরা উনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না, অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে। উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল। তারা উনাকে কনফার্ম করেন যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে। তো উনি এটা শুনে সাথে সাথেই নির্দেশ দিয়েছিলেন। তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো।’

‌’তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা আছে, তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন। তো মালয়েশিয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো।

আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে। সামনের মাসে আরও বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ’,- বলেন আসিফ নজরুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com