শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশসহ বিশ্বের ১৮০ দেশে চালু গুগল বার্ড

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

গত মার্চে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসে গুগল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য চ্যাটবটটি উন্মুক্ত করেছিল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। ফলে এটি ব্যবহার করতে হলে দীর্ঘদিন ওয়েটলিস্ট বা অপেক্ষমান তালিকায় থাকতে হতো অনেককে। এই অসুবিধা দূর করতে ১৮০টি দেশে বসবাসকারীদের জন্য বার্ড করেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আই/ও ২০২৩ সম্মেলনে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ ঘোষণা দেন। ১৮০টি দেশে চালু হওয়ায় এখন আর অপেক্ষামান তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চ্যাটবটটিতে সংলাপ করা গেলেও শিগগিরই জাপানি ও কোরিয় ভাষায়ও সংলাপ করা যাবে বলে জানিয়েছে গুগল।

এদিকে, এখন থেকে গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে পাওয়া যাবে বার্ডের সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে সাধারণত এআইয়ের ব্যবহার বেশি হয়ে থাকে। ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অ্যাপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলও ওয়ার্কস্পেসে বার্ডের সুবিধা নিয়ে এসেছে।

এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে এবং সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।

গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরের মতো এটির দেওয়া কোড কাজ না-ও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল না-ও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com