বলিউড পার্কস দুবাই স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতদিন এটি দুবাই পার্কস ও রিসোর্টসের অধীনে পরিচালিত হয়েছিল। পার্কটি এক ইস্টাগ্রাম বার্তায় জানায়, ‘বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে বলিউড পার্কস দুবাই স্থায়ীভাবে বন্ধ হচ্ছে।’ খবর দ্য ন্যাশনাল।
এর আগে গত ২২ মার্চ রমজান উপলক্ষে পার্কটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) পার্ক কর্তৃপক্ষ জানায়, এটি আর খোলা হচ্ছে না।
গত সাত বছর পার্কটি চালু ছিল। ২০১৬ সালে বলিউড অভিনেতা শাহরুখ খানের নেতৃত্বে একটি ইভেন্টের মাধ্যমে পার্কটি চালু করা হয়েছিল। তারপর থেকে পার্কটি বলিউড ফিল্ম ও সঙ্গীত শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল। পার্কটি বন্ধের খবরে বলিউড ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।
তবে পার্কটি বন্ধ হলেও এর মূল আকর্ষণ রাজ মহল থিয়েটারে ব্যক্তিগত অনুষ্ঠান পরিচালিত হবে। কবে নাগাদ সেই অনুষ্ঠান পরিচালনা করা হবে- সে বিষয়ে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি।
অর্থ সংবাদ