রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

বর্ষায় ঝরনার সৌন্দর্য

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

প্রচণ্ড তাপপ্রবাহে শুকিয়ে থাকা পাহাড়ের ঝরনাগুলো বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে। পাহাড়ের কোলে মানুষ আনন্দে মেতে উঠছে প্রতিদিন। বনজঙ্গল, লতাগুল্মের সবুজে ঢাকা পাহাড়ের বুক চিরে সাদা জলপ্রপাত নামছে অবিরামভাবে কাপ্তাই হ্রদে। উঁচু পাহাড়ের গা বেয়ে পানির ধারা এসে পড়ছে নিচে। সেখানে খাদের গায়ে পানির ধারার আছড়ে পড়ার শোঁ শোঁ গর্জন হ্রদে ডুবে থাকা নির্জন পাহাড়ের গায়ে ধাক্কা খেতে খেতে ছড়িয়ে পড়েছে চারপাশে। বর্ষায় যৌবন ফিরে পাওয়া এই ঝরনাগুলো রাঙামাটির বিভিন্ন এলাকায় দেখা যায়।

বরকল উপজেলার সুবলং পাহাড়ের ঝরনার পানি পড়ছে পাহাড়ের বুক চিরে।
বরকল উপজেলার সুবলং পাহাড়ের ঝরনার পানি পড়ছে পাহাড়ের বুক চিরে।

 রাঙামাটির বন্দুক ভাঙার সাহসবান্দা পাহাড়ের ছড়া।
রাঙামাটির বন্দুক ভাঙার সাহসবান্দা পাহাড়ের ছড়া।

বন্দুকভাঙার সাহস বান্দা ছড়ায় উৎসবে মেতে আছে কয়েকজন।
বন্দুকভাঙার সাহস বান্দা ছড়ায় উৎসবে মেতে আছে কয়েকজন।

বনজঙ্গল, লতাগুল্মের সবুজে ঢাকা পাহাড়ের বুক চিরে সাদা জলপ্রপাত নামছে অবিরামভাবে কাপ্তাই হ্রদে।
বনজঙ্গল, লতাগুল্মের সবুজে ঢাকা পাহাড়ের বুক চিরে সাদা জলপ্রপাত নামছে অবিরামভাবে কাপ্তাই হ্রদে।

রাঙামাটির বরকল উপজেলার শিলার ডাক ঝরনার পানিতে উচ্ছ্বাসে মেতেছে দুই তরুণী।
রাঙামাটির বরকল উপজেলার শিলার ডাক ঝরনার পানিতে উচ্ছ্বাসে মেতেছে দুই তরুণী।

রাঙামাটি সদরের বন্দুক ভাঙার ভীমরাজ পাহাড়ের ঝরনায় ভ্রমণকারীরা।
রাঙামাটি সদরের বন্দুক ভাঙার ভীমরাজ পাহাড়ের ঝরনায় ভ্রমণকারীরা।

রাঙামাটির বরকল শিলার ডাক ঝরনার পানিতে খেলায় মত্ত এক ভ্রমণকারী।
রাঙামাটির বরকল শিলার ডাক ঝরনার পানিতে খেলায় মত্ত এক ভ্রমণকারী।

ঝরনার কাছে গিয়ে মুঠোফোনে তোলা ছবি দেখে হাসির ঝলক দুজনের মুখে। রাঙামাটির বরকল উপজেলার শিলার ডাক পাহাড়ের ঝরনায়।
ঝরনার কাছে গিয়ে মুঠোফোনে তোলা ছবি দেখে হাসির ঝলক দুজনের মুখে। রাঙামাটির বরকল উপজেলার শিলার ডাক পাহাড়ের ঝরনায়।

রাঙামাটির বরকল উপজেলার সুবলং পাহাড়ের ঝরনায় সারা দিন হইহুল্লোড়ের মধ্যে থাকেন পর্যটকেরা।
রাঙামাটির বরকল উপজেলার সুবলং পাহাড়ের ঝরনায় সারা দিন হইহুল্লোড়ের মধ্যে থাকেন পর্যটকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com