শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বিমানের বিশেষ সেবা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী-নোয়াখালী, কুমিল্লাসহ ডুবছে দেশের ১২টি জেলা। এমন পরিস্থিতিতে এই অবস্থায় বন্যার্তদের জন্য বিশেষ সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটি টিকিটের মূল্য হ্রাসসহ কোনো রকম চার্জ ব্যতিরেকে টিকিটের তারিখ পরিবর্তন ও রি-ইস্যু সেবা দিচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০.০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।
এছাড়াও বন্যা দুর্গত এলাকার সন্মানীত যাত্রীগন বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন রকম চার্জ ব্যতিরেকে সীট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন।

সেক্ষেত্রে, সম্মানিত যাত্রীগণকে যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকেট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬  যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীগণকে কোনরকম চার্জ ব্যতিরেকে এ সেবা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com