বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর

করোনাভাইরাস মহামারিতেও থেমে নেই দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রকল্প।ক্রমেই দৃশ্যমান হচ্ছে দেশের এভিয়েশন খাতের বিভিন্ন উন্নয়ন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নানা উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ।

এগিয়ে চলছে দেশের আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী ও কক্সবাজার এবং অভ্যন্তরীণ রাজশাহীর শাহ মখদুম, যশোর, সৈয়দপুর, বরিশাল ও খুলনার খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন কাজ।

এরই মধ্যে এসব বিমানবন্দরের বেশ কিছু কাজ শেষ হয়েছে। সিলেট থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এজন্য ইতোমধ্যে উপযোগী করা হয়েছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: