বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

বছরে ৪৬ লাখ টাকাসহ হংকং-এ পিএইচডির সুযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

উচ্চশিক্ষার জন্য হংকং এ রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা। রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। পড়াশুনা শেষে রয়েছে চাকুরির সুযোগ। পাশাপাশি আছে স্কলারশিপের ব্যবস্থা। তেমনি একটি স্কলারশিপ হচ্ছে “ হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪“। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ।

যাদের স্বপ্ন কম খরচে বিদেশে উন্নতমানের উচ্চশিক্ষা অর্জন করা, তাদের জন্য হংকং হতে পারে জনপ্রিয় গন্তব্য। যার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ প্রদান করে থাকে হংকং। এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং।

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷

সুযোগ-সুবিধাঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি হিসেবে ৩৩১,২০০ হংকং ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ লক্ষ টাকা) প্রদান করা হবে।
* একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা হিসেবে  13,800 হংকং ডলার  ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা) প্রদান করা হবে।
* এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে।

যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং  ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।
* প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ ( ILETS) । তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই ILETS এর প্রয়োজন নেই।
* গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে।
* যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
* নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।

স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন হংকংএ

যে বিষয়গুলোতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরাঃ- 
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা।

নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ প্রদান করা হবেঃ- 
১. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
৩. লিংনান বিশ্ববিদ্যালয়।
৪. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ।
৫. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয় ।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
৭. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং বিশ্ববিদ্যালয়।

আবেদন প্রক্রিয়াঃ- 
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন  করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com
%d bloggers like this: