আসন্ন শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫০টি ফ্লাইট চালু করবে বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইনস।মূলত উষ্ণ আবহাওয়ার অঞ্চলগুলোতে যাত্রী পরিবহন করা হবে এসব ফ্লাইটের মাধ্যমে। পাশাপাশি মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সমুদ্র তীরবর্তী স্থানের উদ্দেশে উড়বে এসব উড়োজাহাজ।
উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি বলছে, শীতকালীন সময়সূচিতে তারা ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার মতো স্থানে ফ্লাইট সংখ্যা বাড়াবে।বিশেষ করে মহামারীর আগে ২০১৯ সালে যে পরিমাণ ছিল তার চেয়েও বেশি হবে।
মহামারীর কারণে উড়োজাহাজ খাতে যে স্থবিরতা ছিল তা শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে ইংগিত দিচ্ছে ইউনাইটেড এয়ারলাইনসের এ ঘোষণা ও নতুন পরিকল্পনা। ডেল্টা এয়ারলাইনসও অভ্যন্তরীণ রুটে নতুন ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।