বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
Uncategorized

ফেসবুক আসলে কত বড়?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি মানুষ ফেসবুকের পণ্য ব্যবহার করে বলে প্রতিষ্ঠানটির দাবি।
  • ২০ কোটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্ভাব্য গ্রাহকের খোঁজে ফেসবুকের মালিকানাধীন অ্যাপ ব্যবহার করে।
  • অ্যাপগুলোর মাধ্যমে দিনে ১০ হাজার কোটির বেশি বার্তা আদান–প্রদান করা হয়।
  • বিশ্বব্যাপী ৮০টির বেশি শহরে ফেসবুকের কার্যালয় আছে। তবে বৃহত্তম দেশ রাশিয়ায় কোনো কার্যালয় নেই।
ফেসবুক আসলে কত বড়?

  • বিভিন্ন দেশের ১৭টি ডেটা সেন্টারে ফেসবুকের তথ্য রাখা হয়।
  • ১৮৮ কোটি ব্যবহারকারী দিনে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন।
  • আর মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ২৮৫ কোটি।
  • সব মিলিয়ে ৬০ হাজার ৬৫৪ জন কর্মী রয়েছেন ফেসবুকের।
  • গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, কেবল তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুকের মোট আয় ছিল ২ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার। একই মেয়াদে প্রতিষ্ঠানটি ৯৪৯ কোটি ৭০ লাখ ডলার নিট আয় করে।
ফেসবুক আসলে কত বড়?

  • ১৬ থেকে ৬৪ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় প্রথম পাঁচটির চারটিই ফেসবুকের মালিকানাধীন।
  • বিশ্বের সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশ ফেসবুক ব্যবহার করেন।
  • কোনো প্রতিষ্ঠান কিনে নেওয়া ফেসবুকের অভ্যাসে পরিণত হয়েছে। এই অধিগ্রহণগুলোর মাধ্যমে ফেসবুক মূলত ‘মেধা আহরণ’ করে। সেটা দক্ষ কর্মী হতে পারে, হতে পারে পেটেন্টও। ফেসবুকের মূল সেবার বাইরে প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় সেবাগুলো হলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অকুলাস।

তথ্যসূত্র: ফেসবুক, উই আর সোশ্যাল, হাবস্পট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com