রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
Uncategorized

ফিনল্যান্ডে উচ্চ শিক্ষা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

উরোপীয় জীবনধারা এবং নরডিক অঞ্চলের গণতন্ত্রের সংমিশ্রণ দেখা যায় উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে। এখানকার সমাজের মূল শক্তি হচ্ছে সমতা। সুইডেন, নরওয়ে এবং রাশিয়া ফিনল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। ফিনল্যান্ড সরকার সবসময়ই শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে এসেছে। দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় উচ্চ-প্রযুক্তির শিল্পের জন্য দক্ষ মানবসম্পদের কোন সমস্যাই সেখানে হয়নি। এদিকে শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ার বাইরের দেশের শিক্ষার্থীদেরও বিশেষ আগ্রহ থাকে ফিনল্যান্ড পড়াশোনা করার। দেশটিতে পড়াশোনার জন্য টিউশন ফি লাগে না এবং ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য এটি ২০১৭ সাল পর্যন্ত চালু থাকবে।

উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে দু’ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। একটি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি আর অন্যটি ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্স যা ইউএএস নামেই বেশি পরিচিত।

দুটি সেমিস্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে-

  • শরৎকালীন (Autumn) সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
  • বসন্তকালীন  (Spring) সেমিস্টার: জানুয়ারি থেকে জুলাই

শিক্ষার মাধ্যম

ফিনল্যান্ডের অফিসিয়াল ভাষা ফিনিশ এবং সুইডিশ আর অধিকাংশ মানুষের মুখের ভাষা হচ্ছে ফিনিশ ভাষা। কিন্তু দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ইংরেজি কোর্স বাধ্যতামূলক হওয়ায় ফিনল্যান্ডের সবাই ইংরেজি ভাষার সাথে পরিচিত। ফিনল্যান্ডের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় পড়ানো হয় এমন কোর্স রয়েছে। ফলে ফিনিশ ভাষা না জেনেও বাইরের শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারেন। ফিনিশ ভাষা একেবারে না শিখেও শেখানে পড়াশোনা শেষ করে ফেলা সম্ভব। কিন্তু ফিনল্যান্ডের মানুষের সাথে ঘনিষ্ঠ হতে এবং পড়াশোনা শেষে সেখানে চাকরির চেষ্টা করতে পড়াশোনা চলাকালীন সময়ে ফিনিশ ভাষা শিখে ফেলা ভালো। সেখানকার প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ফিনিশ এবং সুইডিশ ভাষা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে।

ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় এবং ইউএএস-এ পড়াশোনা করার করতে ইংরেজি ভাষায় দক্ষতা থাকার প্রমাণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রে TOEFL বা IELTS স্কোর প্রয়োজন হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্কোর চাওয়া হয় আর তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে। বিশেষ করে আপনি যে কোর্সে ভর্তি হতে চলেছেন সেটি ইংরেজি, ফিনিশ বা সুইডিশ কোন ভাষায় পড়ানো হয় সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন কোর্স করানো হয় না এবং ল্যাঙ্গুয়েজ প্রিপারেশনের জন্য আলাদা সময়ও দেয়া হয় না কাজেই যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে যেতে হবে।

TOEFL এবং IELTS  ছাড়া ভর্তি

ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে TOEFL এবং IELTS  স্কোর ছাড়াও অল্প কিছু ক্ষেত্রে ভর্তির সুযোগ থাকে, বিশেষ করে পূর্ববর্তী কোর্সে শিক্ষার মাধ্যমে ইংরেজি হলে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তির যোগ্যতা:

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা বিভিন্নরকম, তবে কিছু সাধারণ নিয়মের কথা বলা যায়।

  • বাইরে থেকে কোন শিক্ষার্থী ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চাইলে শিক্ষার্থী তার নিজ দেশেও উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা রাখেন এমন পড়াশোনা বা কোর্স সম্পন্ন করার সনদ প্রয়োজন হবে।
  • ভর্তির জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা থাকতে হবে।
  • স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাস্টার্স পর্যায়ে ভর্তি:

  • মাস্টার্স পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও নিয়মকানুন অনেকটা একই রকম। তবে অধিকাংশ ক্ষেত্র এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হয় না।
  • ইউএস বা ইউনিভার্সিটি অব এপ্লায়েড সায়েন্স-এ মাস্টার্স কোর্সে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়। এখানকার মাস্টার্স কোর্সগুলো মূলত পেশাজীবীদের কথা মাথায় রেখেই পরিচালনা করা হয়।
  • মাস্টার্স শেষে ডক্টরাল/পিএইচডি লেভেলে পড়াশোনা ও গবেষণা কোর্সে ভর্তির আবেদন করা যায়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নিয়ম থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিতে হয়। সাধারণত মাস্টার্স পর্যায়ে ভর্তির ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষার বদলে পূর্ববর্তী একাডেমিক কোর্সে শিক্ষার্থীর ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। অনেক বিশ্ববিদ্যালয়ে জিম্যাট স্কোর প্রয়োজন হয়।

এন্ট্রান্স পরীক্ষার ধরন

বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা এন্ট্রান্স পরীক্ষা নেয়া হয়। কাজেই ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষার ধরন অবশ্যই ভিন্ন হবে। এটি লিখিত পরীক্ষা, তবে গান, নাটক ইত্যাদি ক্ষেত্রে পোর্টফোলিও তৈরির প্রয়োজন হতে পারে এমনকি অডিশনের জন্যও ডাকা হতে পারে।

ফিনল্যান্ডের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি অধ্যয়নের জন্য বেছে নিতে পারেন নিম্নের ব্যাপকসংখ্যক বিষয় থেকে যে কোন একটি:

  • ইতিহাস
  • প্রত্নতত্ত্ব
  • তুলনামূলক ধর্মতত্ত্ব
  • সাংস্কৃতিক নৃবিদ্যা
  • ইউরোপীয় বিবর্তনবাদ
  • ফোকলোর
  • জীবন দর্শন
  • কলাবিদ্যার ইতিহাস
  • তুলনামূলক সাহিত্য
  • ফিনিশ সাহিত্য ও সংস্কৃতি
  • সাধারণ ভাষাতত্ত্ব
  • হাঙ্গেরীয় ভাষা ও সংস্কৃতি
  • ধ্বনিতত্ত্ব
  • ফ্রেঞ্চ স্টাডিজ
  • পরিবেশ বিজ্ঞান
  • রাশিয়ান স্টাডিজ
  • প্রাণরসায়ন ও রাসায়নিক জীববিদ্যা
  • কম্পিউটার সায়েন্স
  • ফরেনসিক মেডিসিন
  • অর্থনীতি
  • পরিসংখ্যান ইত্যাদি

বিভিন্ন কোর্সের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাভাষাগত যোগ্যতা ও কোর্সের মেয়াদ নিচে দেয়া হলো: 

 

কোর্সের নাম

শিক্ষাগত যোগ্যতা

ভাষাগত যোগ্যতা

মেয়াদ

(১) ব্যাচেলর ডিগ্রী কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজি মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে। ৩-৪ বছরের পূর্ণকালীন স্টাডি
মাস্টার্স কমপক্ষে ১৬ বৎসর মেয়াদী শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফিনিশ অথবা সুইডিশ ভাষার উপর ভালো দখল থাকতে হবে। তবে ইংরেজি মাধ্যমে শিক্ষাদান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আই ই এল টি এস স্কোর ৫.৫-৬ এবং টোফেল এর ক্ষেত্রে সিবিটি- ১৭৩-২১৩ অথবা আইবিটি ৬১-৮০ থাকতে হবে। ২ বৎসরের পূর্ণকালীন স্টাডি
ডক্টরেট মাস্টার্স/এম.ফিল ইংরেজি ভাষায় পূর্ণ দখল ৪ বৎসরের পূর্ণকালীন স্টাডি

 

আবেদন প্রক্রিয়া:

  • আপনি সরাসরি যে কোন বিশ্বিবিদ্যালয়ের এডমিশন অফিসে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে।
  • কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
  • ভর্তি  প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সাধারণত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করতে হয়।
  • সাধারণত আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীটের ইংরেজি ভার্সন
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র
  • ভাষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • রেফারেন্স লেটার
  • পাসপোর্টের ফটোকপি

সকল দলিল অবশ্যই একজন নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত হতে হবে।

জীবনযাত্রার ব্যয়:

আবাসন, আহার ও অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনে মাসিক প্রায় ৪০০ মার্কিন ডলার ব্যয় হয়। স্বাস্থ্যসেবার জন্য বাৎসরিক ২৫ থেকে ৭৫ ডলার পরিশোধ করতে হয়।

কাজের সুযোগ:

  • ফিনল্যান্ডে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের সুযোগ পেয়ে থাকেন।
  • যদি আপনি ফিনিশ, নরওয়েজিয়ান, রাশিয়ান অথবা সুইডিশ ভাষা না জানেন, তাহলে ফিনল্যান্ডে কাজ যোগাড় করা প্রকৃতপক্ষেই কঠিন।

ফিনল্যান্ডে পড়াশোনা সম্পর্কে আরও জানতে দেখুন: http://www.studyinfinland.fi

ফিনল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও যোগাযোগের ঠিকানা:

 

Aalto University

 

Visiting address: Otakaari 1 FI-02150 Espoo Finland,

Post address: P.O. Box. 11110 FI-00076 Aalto Finland,

Phone: +358294429290

E-mail: [email protected]

http://www.aalto.fi/en/studies

 

Hanken School of Economics

 

Visiting address: Arkadiankatu 22 FIN-00100 Helsinki,

Post address: P.O. Box 479 FIN-00101 Helsinki,

Phone: 0403521388

[email protected]

Jyväskylän yliopisto

 

Visiting address: STUDENT AND ACADEMIC SERVICES Seminaarinkatu 15 (building T, 2nd floor),

Post address: STUDENT AND ACADEMIC SERVICES P.O.Box 35, 40014 University of Jyväskylä,

Phone: +358408054335

[email protected]

https://www.jyu.fi/en/studywithus

Lappeenrannan teknillinen yliopisto

 

Visiting address: Skinnarilankatu 34, FIN-53850 Lappeenranta, Finland,

Post address: P.O. Box 20, FIN-53851 Lappeenranta, Finland,

Phone: +358 40 738 1312

[email protected]

http://www.lut.fi/web/en/

Tampere University of Technology

 

Visiting address: Korkeakoulunkatu 10 FI-33720 Tampere, Finland,

Post address: P.O. BOX 527 FI-33101 TAMPERE, FINLAND,

Phone: +358 50 300 0442

[email protected]

http://www.tut.fi/en/admissions

Tampereen yliopisto

 

Visiting address: Kalevantie 4, 33100 TAMPERE

Post address: FI-33014 University of Tampere, FINLAND,

Phone: +358 50 318 7387

[email protected]

http://www.uta.fi/admissions

Turun yliopisto

 

Visiting address: University Hill (Main Building),

Post address: University Hill FI-20014 University of Turku,

Phone: +358 2 333 6397

[email protected]

http://www.utu.fi/masters

University of Eastern Finland

 

Visiting address: Yliopistonranta 1 C, Canthia -building, 2nd Floor (Oppari), 70210 KUOPIO

Post address: P.O. Box 1627, 70211 KUOPIO

Phone: 029 445 8990

[email protected]

http://www.uef.fi/admissions

University of Helsinki

 

Visiting address: Fabianinkatu 33, 1st floor FI-00014 University of Helsinki, Finland,

Post address: P.O. Box 3 (Fabianinkatu 33) FI-00014 University of Helsinki, Finland,

Phone: +358 2941 24140

[email protected]

https://www.helsinki.fi/en/studying/how-to-apply

University of Lapland

 

Visiting address: University of Lapland (Main Building) Yliopistonkatu 8 FIN-96300 ROVANIEMI,

Post address: University of Lapland PO Box 122 FI-96101 Rovaniemi, Finland,

Phone: +358404856583

[email protected]

http://www.ulapland.fi/InEnglish/Admissions/How-to-Apply

University of Oulu

 

Visiting address: Erkki Koiso-Kanttilan katu, door 2T FI-90570 Oulu, Finland,

Post address: P.O. BOX 8100 FI-90014 University of Oulu,

Phone: +358 294 484 035

[email protected]

http://www.oulu.fi/english/admissions

University of Vaasa

 

Visiting address: Wolffintie 34 65200 Vaasa FINLAND,

Post address: P.O.Box 700 FI-65101 Vaasa FINLAND,

Phone: +358 29 449 8134

[email protected]

http://www.uva.fi/en/for/prospective/

University of the Arts Helsinki, Academy of Fine Arts

 

Visiting address: Elimäenkatu 25 A, FI-00510 Helsinki,

Post address: P.O.Box 10, 00097 UNIARTS,

[email protected]

http://www.uniarts.fi/en/apply-to-academy-of-fine-arts

University of the Arts Helsinki, Sibelius Academy

 

Visiting address: Visiting address: Töölönkatu 28, Helsinki, FINLAND,

Post address: Sibelius Academy Admissions Office, P.O.Box 32, FI-00097 UNIARTS,

[email protected]

https://www.uniarts.fi/en/apply-to-sibelius-academy

University of the Arts Helsinki, Theatre Academy

 

Visiting address: Haapaniemenkatu 6, 00530 Helsinki, Finland,

Post address: P.O.Box 29, 00097 UNIARTS, FINLAND,

Phone: +358 40 661 4662

[email protected]

http://www.uniarts.fi/en/apply-to-theatre-academy

Åbo Akademi University

 

Visiting address: Tavastgatan 13 20500 Åbo Finland,

Post address: Tavastgatan 13 20500 Åbo Finland,

Phone: 02 215 4169

[email protected]

http://www.abo.fi/admission

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com