এবারের ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন ‘১০ দিন হবে খুশির দিন’!
দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক। ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যে কোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।
ফার্স্টট্রিপ এর মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে ২১শতাংশ পর্যন্ত ছাড়, আর দেশের অভ্যন্তরে যে কোনো প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১শতাংশ পর্যন্ত ছাড়। হোটেল বুকিং এ পাচ্ছেন সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়। এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত, শুধু ফার্স্টট্রিপ -এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিং-এর ক্ষেত্রে।
ফার্স্টট্রিপ -এর মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দ ফার্স্টট্রিপ-এর মাধ্যমে যে কোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’
এই ঈদের ১০দিন ফার্স্টট্রিপ এর সঙ্গে আনন্দ স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল ফার্স্টট্রিপ থেকে।
এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করুন। আপনার সকল প্রয়োজনে ফোন- ০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন- [email protected]।