বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

ফাঁকা পড়ে আছে পদ্মা সেতুর বিলাসবহুল অতিথিশালা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু থেকে নেমে বাঁ দিকে তাকালেই চোখে পড়ে লাল ভবনের সারি। নদীতীরেই ৫৫ একর এলাকাজুড়ে বৃত্তাকারে গড়ে তোলা হয়েছে ৩০টি ডুপ্লেক্স বাড়ি। প্রতিটির আয়তন তিন

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু থেকে নেমে বাঁ দিকে তাকালেই চোখে পড়ে লাল ভবনের সারি। নদীতীরেই ৫৫ একর এলাকাজুড়ে বৃত্তাকারে গড়ে তোলা হয়েছে ৩০টি ডুপ্লেক্স বাড়ি। প্রতিটির আয়তন তিন হাজার বর্গফুট। ভেতরে সব দামি আসবাব আর তৈজসপত্রের সমাহার। বিলাসবহুল এ অতিথিশালা নির্মাণ হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায়। দৃষ্টিনন্দন ভবন ছাড়াও সেখানে রয়েছে সুইমিংপুল, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, জিমনেশিয়ামসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা।

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতু ঘিরে পর্যটনের সম্ভাবনার কথা চিন্তা করেই মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। যদিও প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অতিথিশালার কয়েকটি বাড়ি শুরুতে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারাই কেবল ব্যবহার করতেন। পরিদর্শনে গিয়ে মাঝেমধ্যে থাকতেন সরকারের মন্ত্রী-আমলারাও। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় এখন আর কোনো বাড়িই ব্যবহার হচ্ছে না। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে দামি সব অবকাঠামো আর আসবাব।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ প্যাকেজের মাধ্যমে বিলাসবহুল অতিথিশালাটি নির্মাণ করা হয়েছে। এর কার্যাদেশ দেয়া হয় ২০১৪ সালের ১২ জানুয়ারি। কাজ শেষ হয় ২০১৬ সালের জুলাইয়ে। এটি নির্মাণের জন্য ঠিকাদারের সঙ্গে প্রায় ২০৯ কোটি টাকার চুক্তি হয়, যদিও ব্যয় হয় ১৯৯ কোটি ৭৩ লাখ টাকা।

দেশের বৃহৎ এ সেতু ঘিরে নির্মিত পুরো অতিথিশালাটি পাঁচটি ক্লাস্টারে ভাগ করা। প্রতিটির রয়েছে নিজস্ব নাম—বকুল ভিআইপি রিসোর্ট, কামিনী রিসোর্ট, শাপলা রিসোর্ট, মাধবীলতা রিসোর্ট ও রজনীগন্ধা রিসোর্ট। বৃত্তাকারে সাজানো ক্লাস্টারগুলোয় রয়েছে ছয়টি করে ডুপ্লেক্স বাড়ি। এছাড়া অতিথিশালায় রয়েছে একটি দ্বিতল মোটেল মেস। প্রতি তলায় আছে ২০টি করে অ্যাপার্টমেন্ট, যেগুলোর প্রতিটির আয়তন ৩০০ বর্গফুট। এর বাইরে রয়েছে একটি অভ্যর্থনা ভবন। সেখানেও প্রশস্ত ডাইনিং হল ও জিমনেসিয়ামের ব্যবস্থা রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে আছে অফিস ভবন, স্বাস্থ্য কেন্দ্র, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, সুইমিংপুল, মসজিদ, পাম্প হাউজ, বিদ্যুৎ সাব-স্টেশন, গার্ড হাউজ ও পার্কিং এলাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণের পর অতিথিশালার কয়েকটি বাড়ি প্রকল্পের কর্মকর্তারা ব্যবহার করতেন। এর বাইরে ঢাকা থেকে সরকারের বিভিন্ন মন্ত্রী ও আমলারা পরিদর্শনে গিয়ে বিভিন্ন সময় থেকেছেন। তবে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর অতিথিশালার কোনো বাড়িই আর ব্যবহার হচ্ছে না।

দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অবকাঠামো ও দামি আসবাব নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইসতিয়াক আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, ‘‌এটা দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে বাণিজ্যিক ব্যবহার শুরুর আগে বড় ধরনের রক্ষণাবেক্ষণ দরকার। এখানে দামি জিনিস আছে, দামি ক্রোকারিজ আছে, বিছানা, বালিশ, চাদর, ফার্নিচার সবই দামি। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা একটা প্রস্তাব হেড অফিসে (সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয়) পাঠিয়েছি। রক্ষণাবেক্ষণের প্রস্তাবের পাশাপাশি আমরা সার্ভিস এরিয়া-২-এর অবকাঠামোগুলো দেখাশোনার জন্য অতিরিক্ত জনবলও চেয়েছি। তবে এখন পর্যন্ত হেড অফিস থেকে প্রস্তাবের বিষয়ে কোনো সাড়া পাইনি। নির্মাণের পর থেকে এখানকার অবকাঠামোগুলো কোনো রকমে আমরা রক্ষণাবেক্ষণ করছি। বেশি দিন এভাবে রাখলে প্রপার্টিগুলো নষ্ট হয়ে যাবে।’

অতিথিশালাটি বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সার্ভিস এরিয়া-২ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পর্যটন করপোরেশনকে দেয়ার জন্য একটা মৌখিক নির্দেশনা রয়েছে। তবে এ-সম্পর্কিত কোনো চুক্তি এখনো হয়নি। চুক্তির জন্য পর্যটন করপোরেশনের সঙ্গে একাধিক সভা হয়েছে। সংস্থাটির কর্মকর্তারা একাধিকবার পরিদর্শনও করেছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা গত মাসেও পর্যটন করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি। সে সময় তাদের একটি সমঝোতা স্মারকের খসড়া তৈরির ব্যাপারে অনুরোধ করা হয়।’

অন্যদিকে পর্যটন করপোরেশনের সঙ্গে চুক্তি না হলেও অতিথিশালাটি সরকারি বা বেসরকারি পর্যায়ে ভাড়া দেয়ার সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ। বণিক বার্তাকে তিনি বলেন, ‌‘এখানে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সরকারি বা বেসরকারি পর্যায়ের যে কেউ যেন থাকতে পারেন, সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’

এখন পর্যন্ত কতজন অতিথি সেখানে থেকেছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘‌সংখ্যাটি খুব কম। উল্লেখ করার মতো নয়। আর সেতু নির্মাণ হওয়ার আগ পর্যন্ত সার্ভিস এরিয়া-২ প্রকল্পের কাজে ব্যবহার হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর এটা আমাদের হাতে এসেছে। পরিচালনার জন্য পর্যটন করপোরেশনের সঙ্গে আমরা অনেক দূর আলোচনা এগিয়ে নিয়েছি।’

শুধু পদ্মা সেতু প্রকল্প নয়, কর্ণফুলী টানেল প্রকল্পেও নির্মাণ করা হয়েছে সাত তারকা মানের অতিথিশালা। বিলাসবহুল পরিদর্শন বাংলো ও জাদুঘর নির্মাণের সংস্থান রয়েছে যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পেও। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বণিক বার্তাকে বলেন, ‘‌বড় প্রকল্পের মাধ্যমে অনেক অপ্রয়োজনীয়ভাবে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যেগুলোর কোনো দরকার ছিল না। এসব অবকাঠামো তৈরির জন্য সাধারণ মানুষের কাছ থেকে জমি নেয়া হয়েছে। তাদের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনাগুলো না ঘটে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আর পদ্মা সেতু প্রকল্পের কাজের সুবিধার্থে কিছু সার্ভিস এরিয়া ছিল প্রকল্পে কর্মরতদের জন্য। সার্ভিস এরিয়া-২-এর বিষয়টি আমি জানি। পর্যটন মোটেলকে বাণিজ্যিকভাবে সার্ভিস এরিয়া-২ ব্যবহার করতে দেয়া যায় কিনা সেটা খতিয়ে দেখছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com