শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
Uncategorized

পড়াশোনা না করলে বার্গার বেচতে বলেছিলেন মার্ক জাকারবার্গের বাবা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

জাকারবার্গ বেছে নিয়েছিলেন হার্ভার্ড। সেটা যেমন অজানা নয়, তেমনই পড়াশোনা অসমাপ্ত রেখে ফেসবুক শুরুর ঘটনাও এখন অনেকেই জানেন।

র‍্যান্ডি আরও বলেন, ‘আমার মনে হয় তাঁরা (মা-বাবা) বলতে চেয়েছিলেন, ব্যবসায় শুরু করতে চাইলে ম্যাকডোনাল্ডসে বিনিয়োগ করার টাকা তোমাদের নেওয়া উচিত।’

২০০২ সালে হার্ভার্ডে পড়াশোনা শুরু করেন মার্ক। সে সময় কেউ কি টের পেয়েছিল, এই পথটাই একদিন তাঁকে মাল্টি-বিলিয়নিয়ার বানাবে!

মার্ক জাকারবার্গের বাবা এডওয়ার্ড জাকারবার্গ এবং মা ক্যারেন কেম্পনার

মার্ক জাকারবার্গের বাবা এডওয়ার্ড জাকারবার্গ এবং মা ক্যারেন কেম্পনার
মার্ক জাকারবার্গ / ফেসবুক

অবশ্য জাকারবার্গ যদি সেদিন বইয়ের বদলে বার্গার-চিপস হাতে তুলে নিতেন তবু হয়তো ভালোভাবেই তাঁর দিন কেটে যেত। অন্তত জীবনযাপনের সাধারণ মানের বিচারে তো বটেই। ২০১৬ সালের সিএনবিসি ও ফ্র্যাঞ্চাইজ বিজনেস রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও পানীয়ের ফ্র্যাঞ্চাইজে বছরে গড় মুনাফা হয় ৯০ হাজার ডলারের কিছু বেশি। ম্যাকডোনাল্ডসের ক্ষেত্রে সংখ্যাটা ছয় অঙ্কের হতে পারে।

এডওয়ার্ড জাকারবার্গ ছেলের ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজে বিনিয়োগের জন্য কত টাকা রেখেছিলেন, তা বলা মুশকিল। তবে ২০১৯ সালের এক প্রতিবেদন অনুযায়ী ম্যাকডোনাল্ডসের একটি শাখা খুলতে ১০ থেকে ২২ লাখ ডলারের মতো লাগত। আর লাভের মুখ দেখাও খুব সহজ নয়।

ম্যাকডোনাল্ডসের সুযোগ হাতছাড়া করায় খুব একটা ক্ষতি হয়নি মার্ক জাকারবার্গের। এখন তিনি ফেসবুকের নেতৃত্ব দেন

ম্যাকডোনাল্ডসের সুযোগ হাতছাড়া করায় খুব একটা ক্ষতি হয়নি মার্ক জাকারবার্গের। এখন তিনি ফেসবুকের নেতৃত্ব দেন
ফেসবুক

হার্ভার্ডের শিক্ষা বেছে নিয়ে মার্ক জাকারবার্গ যে ভুল করেননি, তা এখন না বললেও চলে। আর শুরুতে শিক্ষা অসমাপ্ত রাখলেও হার্ভার্ডের ডিগ্রিও তিনি শেষমেশ ঠিকই পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com