1. [email protected] : চলো যাই : cholojaai.net
প্লাটিনাম স্যুটস ঢাকা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
Uncategorized

প্লাটিনাম স্যুটস ঢাকা

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ধরন : চার তারকা হোটেল

অবস্থান : প্লট নং-৫৮, রোড নং-১১, বনানী, ঢাকা-১২১৩

বনানী থেকে বিমানবন্দর, বিভিন্ন কূটনৈতিক প্রতিষ্ঠান, অনেক বিশ্ববিদ্যালয় আছে অল্প দূরত্বেই। তাই বিভিন্ন স্থান ও অন্যান্য দেশ থেকে আগত অতিথিরা বেছে নিতে চান যাতায়াত সুবিধা সম্পন্ন ও অতিথিসুলভ এই এলাকাটিকে। আর এই অতিথিদের সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত আছে অনেক হোটেল-রিসোর্ট। তাদের মধ্যে আছে প্লাটিনাম স্যুটস এর নাম। এটি একটি চার তারকা হোটেল। বনানীর ১১ নং রোডের ৫৮ নং প্লটে এই হোটেলটির অবস্থান। অন্যান্য হোটেল গুলোর মতো এই হোটেলেও আছে অনেক রকম সুযোগ-সুবিধা। হোটেল কতৃপক্ষ ও স্টাফরা সবসময় অতিথিদের পছন্দকে প্রাধান্য দেয়ার চেষ্টা করে থাকে। অতিথিদের জন্য আছে ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস, রুম সার্ভিস আরো অনেক সেবা ও সুযোগের ব্যবস্থা।

প্লাটিনাম স্যুটস এর সেবাপরিষেবা সমূহ :

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • রুফটপ টেরেস
  • সুইমিংপুল
  • পুলসাইড বার
  • ফিটনেস সেন্টার
  • স্পা
  • বারবিকিউ
  • কিডস ফ্রেন্ডলি বুফে
  • চকলেট/কুকিজ, ফল
  • অন সাইট কফি হাউস
  • রুম ব্রেকফাস্ট
  • স্ন্যাকস বার
  • রেস্টুরেন্ট
  • প্রতিদিন হাউসকিপিং
  • লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
  • জুতা পালিশ
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং, ব্যাঙ্গকুইট হল
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • সিসি টিভি
  • স্মোক এলার্ম
  • সিকিউরিটি এলার্ম
  • অগ্নি নির্বাপক যন্ত্র
  • টিকেট সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • সেফটি ডিপোসিট বক্স
  • লিফট
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • লাগেজ স্টোরেজ
  • পত্রিকা
  • লাইব্রেরি
  • গাড়ি ভাড়া

ভাষার বৈচিত্র্যতা :

  • ইংরেজি
  • হিন্দি
  • আরবি
  • ফ্রেন্স

প্লাটিনাম স্যুটস এর রুমের ধরন : হোটেলের রুমগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। প্লাটিনাম গ্র্যান্ড আর প্লাটিনাম রেসিডেন্স। চলুন দেখে আসি এই দুই ধরনের রুমের তালিকায় কি কি আছে :

প্লাটিনাম গ্র্যান্ড 

  • স্টুডিও গ্র্যান্ড
  • রেগুলার গ্র্যান্ড
  • লার্জ গ্র্যান্ড
  • প্রিমিয়াম টুইন

প্লাটিনাম রেসিডেন্স :

  • প্রিমিয়াম ডিলাক্স
  • প্রিমিয়াম টুইন

প্লাটিনাম স্যুটস এর রুম সার্ভিসগুলো :

  • চা/কফি মেকার
  • প্রিমিয়াম বেডিং
  • ফায়ারপ্রেস
  • বেলকনি
  • বাথ টাব
  • হেয়ার ড্রায়ার
  • ফ্ল্যাট স্ক্রিন টিভি
  • ডিভিডি প্লেয়ার
  • মাইক্রোওয়েভ
  • রেফ্রিজারেটর

রাজধানীর বিভিন্ন স্থান থেকে হোটেলের দূরত্ব :

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলের দূরত্ব ৯ দশমিক ৮ কিলোমিটার।
  • জাতীয় সংসদ ভবন  থেকে ৪ দশমিক ৭ কিলোমিটার।
  • বাংলাদেশ সচিবালয় থেকে ৮ দশমিক ৪ কিলোমিটার শহিদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ এর রাস্তা ধরে।
  • এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ৯ দশমিক ২ কিলোমিটার।
  • বাংলাদেশ নেভির প্রধান কার্যালয় থেকে হোটেলের দূরত্ব ২ দশমিক ৩ কিলোমিটার।

কিভাবে যাবেন :

রাজধানীর একটি উন্নত এলাকাতে হোটেলের অবস্থান হওয়াতে যাতায়াতে আছে বেশ সুবিধা। স্থানীয় পরিবহন ব্যবস্থা ব্যবহারের যথেষ্ট সুযোগ আছে। অন্যদিকে বর্তমানে সহজ ও কম সময়ে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে শহরে চালু আছে বিভিন্ন রাইড শেয়ারিং এ্যাপ। এতে করে পরিবহন খোঁজার কাজ অনেকটা সহজ হয়েছে। তাই এই রাইড গুলো হতে পারে আপনার যাতায়াত মাধ্যম। প্লাটিনাম স্যুটস এর আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। অতিথিরা যাতে তাদের নিজস্ব পরিবহন নিয়ে হোটেলের অবস্থান করতে পারে তা নিশ্চিত করা হয়েছে হোটেলের ব্যবস্থাপনায়। তাই চাইলে ব্যবহার করতে পারেন আপনার পরিবহন। অন্যথায় হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন তাদের পরিবহন সুবিধাও।

যোগাযোগ :

টেলিফোন : +৮৮০২-৫৫০৪২৩৫৫

ইমেইল : [email protected]

ওয়েবসাইট : http://platinumhotels.com.bd/

ফেইসবুক : https://www.facebook.com/PlatinumBySheltech/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com