ধরন : চার তারকা হোটেল
অবস্থান : প্লট নং-৫৮, রোড নং-১১, বনানী, ঢাকা-১২১৩
বনানী থেকে বিমানবন্দর, বিভিন্ন কূটনৈতিক প্রতিষ্ঠান, অনেক বিশ্ববিদ্যালয় আছে অল্প দূরত্বেই। তাই বিভিন্ন স্থান ও অন্যান্য দেশ থেকে আগত অতিথিরা বেছে নিতে চান যাতায়াত সুবিধা সম্পন্ন ও অতিথিসুলভ এই এলাকাটিকে। আর এই অতিথিদের সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত আছে অনেক হোটেল-রিসোর্ট। তাদের মধ্যে আছে প্লাটিনাম স্যুটস এর নাম। এটি একটি চার তারকা হোটেল। বনানীর ১১ নং রোডের ৫৮ নং প্লটে এই হোটেলটির অবস্থান। অন্যান্য হোটেল গুলোর মতো এই হোটেলেও আছে অনেক রকম সুযোগ-সুবিধা। হোটেল কতৃপক্ষ ও স্টাফরা সবসময় অতিথিদের পছন্দকে প্রাধান্য দেয়ার চেষ্টা করে থাকে। অতিথিদের জন্য আছে ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস, রুম সার্ভিস আরো অনেক সেবা ও সুযোগের ব্যবস্থা।
প্লাটিনাম স্যুটস এর সেবা–পরিষেবা সমূহ :
ভাষার বৈচিত্র্যতা :
প্লাটিনাম স্যুটস এর রুমের ধরন : হোটেলের রুমগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। প্লাটিনাম গ্র্যান্ড আর প্লাটিনাম রেসিডেন্স। চলুন দেখে আসি এই দুই ধরনের রুমের তালিকায় কি কি আছে :
প্লাটিনাম গ্র্যান্ড
প্লাটিনাম রেসিডেন্স :
প্লাটিনাম স্যুটস এর রুম সার্ভিসগুলো :
রাজধানীর বিভিন্ন স্থান থেকে হোটেলের দূরত্ব :
কিভাবে যাবেন :
রাজধানীর একটি উন্নত এলাকাতে হোটেলের অবস্থান হওয়াতে যাতায়াতে আছে বেশ সুবিধা। স্থানীয় পরিবহন ব্যবস্থা ব্যবহারের যথেষ্ট সুযোগ আছে। অন্যদিকে বর্তমানে সহজ ও কম সময়ে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে শহরে চালু আছে বিভিন্ন রাইড শেয়ারিং এ্যাপ। এতে করে পরিবহন খোঁজার কাজ অনেকটা সহজ হয়েছে। তাই এই রাইড গুলো হতে পারে আপনার যাতায়াত মাধ্যম। প্লাটিনাম স্যুটস এর আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। অতিথিরা যাতে তাদের নিজস্ব পরিবহন নিয়ে হোটেলের অবস্থান করতে পারে তা নিশ্চিত করা হয়েছে হোটেলের ব্যবস্থাপনায়। তাই চাইলে ব্যবহার করতে পারেন আপনার পরিবহন। অন্যথায় হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন তাদের পরিবহন সুবিধাও।
যোগাযোগ :
টেলিফোন : +৮৮০২-৫৫০৪২৩৫৫
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : http://platinumhotels.com.bd/