1. [email protected] : চলো যাই : cholojaai.net
প্রোডাকশন ডিজাইনিং মাস্টারক্লাস উইথ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
Uncategorized

প্রোডাকশন ডিজাইনিং মাস্টারক্লাস উইথ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

বাংলাদেশে বর্তমানে তরুণ প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে আলোচিত একটি নাম পুজা সেনগুপ্ত। যিনি একাধারে নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক ও আর্টিস্টিক ডিরেক্টর। বাংলাদেশের নৃত্যশিল্পীদের নিয়ে আন্তর্জাতিকমানের প্রযোজনা নির্মাণ করছেন এবং দেশ-বিদেশের নানা আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের নাম বিশ্বের দরবারে গর্বের সাথে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন। ২০১৪ সালের ৩১ শে জানুয়ারি বাংলাদেশের নাচে পেশাদারিত্ব প্রতিষ্ঠা এবং বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পূজা শুরু করেন ‘তুরঙ্গমী  রেপার্টরি ড্যান্স থিয়েটার’ যা বাংলাদেশের প্রথম নাচভিত্তিক রেপার্টরি। ২০১৮ সালে তুরঙ্গমী রেপার্টরির চার বছর পূর্তিতে শুরু করেন ‘তুরঙ্গমী স্কুল অব ড্যান্স’র কার্যক্রম। প্রথাগত নৃত্যশিক্ষার পাশাপাশি নাচের ওপর গবেষণাভিত্তিক কাজ করছে এই ডান্স স্কুল। ২০১৯ সালের ৩১ শে জুলাই ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত।

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত আপনাকে শেখাবেেন কিভাবে একটি নাচের প্রোডাকশন নামাতে পারবেন। আইডিয়া থেকে কনসেপ্ট, কনসেপ্ট থেকে মেথডোলজি, প্রোডাকশন ডিজাইন, ডিজাইন ব্যালান্স-সবকিছুই শিখতে পারবেন সরাসরি পূজা সেনগুপ্তের কাছ থেকে। ফলে এই লার্নিং এক্সপেরিয়েন্সটি হবে সারা জীবনের জন্য স্মরণীয়। শিখবেন যেমন অনেক কিছু তেমনি সেশনগুলো হবে অতুলনীয় এবং মনে রাখার মতো।
প্রতিটি সেশন হবে দুই ঘন্টার। এবং যে কেউ এই সেশনে অংশ নিতে পারবেন।

এক্সপেরিয়েন্সটিতে থাকছেঃ
* পূজা সেনগুপ্তের সাথে সরাসরি সেশন করা সুযোগ
* পূজার ব্যতিক্রমী প্রডাকশন ডিজানিংয়ের ২ ঘন্টার প্রাকটিক্যাল এক্সপেরিয়েন্স
* হালকা নাস্তা
* এক্সক্লুসিভ টিশার্ট

ট্রাভেল বাংলাদেশের এক্সপেরিয়েন্সের বিশেষত্বঃ
* প্রতিটি এক্সপেরিয়েন্স ট্রাভেলারদের জন্য স্বরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরী করা হয়েছে।
* ব্যতিক্রমী সব অভিজ্ঞতাগুলো স্থানীয়রা এবং এক্সপার্টরাই প্রদান করছেন, ফলে সর্বোচ্চ উপভোগ করার সুযোগ থাকছে।
* প্রতিটি এক্সপেরিয়েন্সই একটি আরেকটি থেকে ইউনিক।
* আপনার এক্সপেরিয়েন্সটির সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করার জন্য কাজ করছে দেশব্যাপী ট্রাভেলবিডি’র নেটওয়ার্ক।

বুকিংয়ের নিয়মাবলীঃ
* বুকিং প্রাইস পেমেন্ট করলেই আপনার বুকিংটি প্রাথমিকভাবে কনফার্ম হবে।
* হোস্টের সাথে কমিউনিকেশন করে আপনাকে কনফার্মেশন ম্যাসেজ ও মেইল পাঠানো হবে।
* আপনি যদি ফিক্সড প্যাকেজের বাইরে কিছু নিতে চান বা প্যাকেজের অন্তর্গত কিছু আপগ্রেড করতে চান; তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। চেক-ইনের সময় হোস্টের কাছে এই এক্সট্রা পেমেন্ট করতে পারেন।
* হোস্ট যেকোন সময় বুকিং ক্যানসেল করার অধিকার রাখেন। কোন কারণে হোস্ট ক্যানসেল করলে আপনি পুরো বুকিং মানি রিফান্ড পাবেন।
* এখানে যেই যেই অভিজ্ঞতার কথা উল্লেখ আছে তার সবগুলোই দেওয়ার চেষ্টা করা হবে তবে বাংলাদেশের পরিবেশ, পরিস্থিতি, ঋতু, প্রাপ্যতাসহ নানা কারণে কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। বুকিং কনফার্ম করার সময়ই আপনাকে তা জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ক্যানসেল করতে চান তাহলে সম্পূর্ণ বুকিং মানি রিফান্ড করা হবে।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ৭ দিন আগে ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানির ৮০% রিফান্ড পাবেন।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ২-৬ দিন আগে ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানির ৪০% রিফান্ড পাবেন।
* আপনার নিজস্ব কারণে যদি আপনার পক্ষ থেকে ইভেন্টের ১ দিন আগে বা ইভেন্টের দিন ক্যানসেল করা হয় তাহলে আপনি বুকিং মানি থেকে কোন রিফান্ড পাবেন না।
* ৭-৩০ কর্মদিবসের মধ্যে আপনি রিফান্ড আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

স্বাস্থ্য, গাইডলাইন ও সতর্কতাঃ
* ট্রাভেল বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ স্বাস্থ্য ও সতর্কতা অবলম্বন করেই এক্সপেরিয়েন্সটি তৈরী করা হয়েছে। তবে নিজ থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে।
* করোনা’র কারণে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করার নিয়মকানুন মেনে চলতে হবে।
* প্যাকেজে উল্লেখ নেই এরকম সকল বিষয়ের খরচ ও নিজস্ব খরচ আপনাকেই বহন করতে হবে।
* সার্ভিস বা হোস্ট বিষয়ক যেকোন সমস্যার সমাধানে ট্রাভেল বাংলাদেশের হেল্পলাইন ও [email protected]মেইলে যোগাযোগ করতে পারেন।
* আপনার দ্বারা কোন বস্তু বা স্থানের ক্ষতি হলে তার দায়ভার আপনাকেই বহন করতে হবে।
* প্রকৃতি বা কোন জীবের যেকোন ধরনের ক্ষতি করা থেকে বিরত থাকবেন।
* অসৎ যেকোন ধরনের কাজ ও উদ্দেশ্য থেকে বিরত থাকতে হবে। কারো পক্ষ থেকে এরকম কোন ঘটনা ঘটলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

আরও তথ্য জানতে ফোন করুন: ০১৭৩৩৮০৬৮৮০

পূজা সেনগুপ্ত

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com