বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
Uncategorized

প্রযুক্তি খাতের যে ১০ কাজে বেতন সবচেয়ে বেশি

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

এদিকে আয়ের বিচারে তাঁদের ঠিক পরের সারির কর্মী, অর্থাৎ সিস্টেম আর্কিটেক্টদের বেতন একই মেয়াদে বেড়েছে ওই ১ দশমিক ৭ শতাংশ হারেই। গেল বছর তাঁদের গড় বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ৬৫৮ ডলার। গড় বেতনের বিচারে এর পরেই রয়েছেন ক্লাউড প্রকৌশলীরা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এই পেশাজীবীদের গড় বার্ষিক বেতন ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৭৯ ডলারে। আর সাইবার নিরাপত্তা প্রকৌশলীদের বেতন বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ, গড় বার্ষিক বেতন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৪০ ডলার। তা ছাড়া কর্মীদের কাজ অনুযায়ী মূল বেতনের বাইরে কখনো কখনো বোনাস এবং শেয়ারের ভাগও দেওয়া হয়, যা এখানে উল্লেখ করা হয়নি।

বার্ষিক জরিপের অংশ হিসেবে বেতনের এই তথ্যগুলো সংগ্রহ করে ডাইস। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৪৩ জন পেশাজীবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করে তারা।

বার্ষিক বেতন

আইটি ব্যবস্থাপনা ১,৪৩,৪১৬ ডলার
সিস্টেমস আর্কিটেক্ট ১,৪০,৬৫৮
ক্লাউড প্রকৌশলী ১,৩৬,৪৭৯
সাইবার নিরাপত্তা প্রকৌশলী ১,৩৪,৩৪০
ডেটা আর্কিটেক্ট * ১,৩৩,৩৪০
প্রোগ্রাম ব্যবস্থাপক ১,২২,৮১৮
ব্যবস্থাপনা পরামর্শক ১,২১,৬১৯
পণ্য ব্যবস্থাপক ১,২০,৫৮৪
ডেটাবিজ্ঞানী * ১,১৯,৮৯৮
এমআইএস ব্যবস্থাপক ১,১৯,৮৭৭
* ১০০ জনের কম পেশাজীবীদের তথ্যের গড়

সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com