শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

প্রচুর টাকার মালিক হওয়া সত্বেও আম্বানি পরিবারের মহিলারা পরেন না সোনার গয়না

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী পরিবার হলো আম্বানি পরিবার। সারা বিশ্বের মানুষ এই মুহূর্তে আম্বানি পরিবারের সদস্যদের চেনেন। আম্বানি পরিবারের ব্যাপারে বলতে গেলে, এই পরিবারের কাছে এতটাই সম্পদ রয়েছে যে তারা যে কোনো দামি জিনিস কিনতে পারেন এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করে থাকেন।

সারা দুনিয়ার যেকোন জিনিস তারা নিজেদের টাকায় কিনতে পারে। তবে, আজকের দিনে আম্বানি পরিবারের কাছে যত ধন সম্পদ রয়েছে তা সবই কিন্তু মুকেশ আম্বানির জন্য। মুকেশ আম্বানি এই মুহূর্তে ভারতের সবথেকে সফল ব্যবসায়ী এবং এই কারণে তার পরিবারের কাছে এতটা সম্পত্তি রয়েছে।

অত্যন্ত সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে মুকেশ আম্বানি ভারতের সবথেকে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। এই মুহূর্তে যদিও মুকেশ আম্বানি ভারতের সবথেকে ধনী মানুষ নন, সেই জায়গাটি দখল করে নিয়েছেন গৌতম আদানি। কিন্তু তবুও সারাবিশ্ব মুকেশ আম্বানিকে চিনে থাকে। বর্তমান সময়ে আম্বানি পরিবার সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন এবং সব জায়গায় তার ব্যাপারে চর্চা চলছে।

সম্প্রতি আম্বানি পরিবারের ব্যাপারে একটা বিশাল বড় খুলাসা আমরা শুনতে পেলাম। আমরা জানতে পারলাম, বিশাল সম্পত্তির মালিক হলেও আম্বানি পরিবারের মহিলারা কখনোই সোনার গয়না পরেন না। এই খবরটা একেবারে সত্যি এবং আপনাদের সঙ্গে এই বিষয়টা আমরা ভাগ করে নেব এই আর্টিকেলে।

আপনারা হয়তো ভাবছেন যে কেন আম্বানি পরিবারের মহিলারা সোনার গয়না পরেন না? আপনাদের জানিয়ে রাখি এটা কোন বিশেষ কিন্তু কারণ নেই। এই মুহূর্তে আম্বানি পরিবারের কাছে এতটাই পয়সা আছে যে তারা সোনার উপরে খুব একটা বেশি খরচ করতে চায়না। বরং তারা সোনার পরিবর্তে হিরে এবং প্লাটিনাম এর গয়না পরতে বেশি পছন্দ করে। এই কারণেই তারা সোনা অ্যাভোয়েড করেন এবং তার পরিবর্তে হিরে পরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com