শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

পোল্যান্ডে আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ

  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

পোল্যান্ড ইউরোপের একটি দেশ। জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুয়ানিয়া এবং রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত আছে। পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে যেকোনো কোর্সে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। আইইএলটিএস ছাড়া পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের জন্য আবেদন করার সুযোগ মেলে অনেক শিক্ষার্থীর। পোল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণের জন্য আইইএলটিএস বা টোয়েফলের পরীক্ষা দিতে হয় বাসনদের প্রয়োজন হয়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই ভর্তির সুযোগ দেয়। তবে ইংরেজির দক্ষতা প্রমাণের বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

২০২২–২৩ শিক্ষাবর্ষের সূত্র অনুসারে, পোল্যান্ডে বর্তমানে ১১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ২০২৪–এর জন্য পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। পোল্যান্ডের পড়াশোনার একটি অন্যতম সুবিধা হলো স্টাডি ভিসায় ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো ভ্রমণের সুযোগ মেলে। আইএলটিএসে ছাড়া পোল্যান্ডের যে যে বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, তা হলো—

Image Source: go-poland.pl

 

 

 

 

 

 

 

 

 

আইএলটিএসের বিকল্প কী

  • কোনো শিক্ষার্থী যদি আগে একটি ইংরেজি মাধ্যমের ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি সম্পন্ন করে থাকেন, তাহলে আপনাকে ‘ইংরেজি ভাষার দক্ষতা’র সনদ পেতে পারেন। আইইএলটিস এবং টোয়েফলের বিকল্প হিসাবে সেই সনদ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় জমা দিতে হবে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে ইংরেজি দক্ষতার শংসাপত্র গ্রহণ করে থাকেন।
  • আবার কিছু ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য স্কাইপ বা ভিডিও কলে সাক্ষাত্কার নেয় ইংরেজি দক্ষতার প্রমাণের জন্য। সেই সাক্ষাৎকারে ভালো করতে পারলে আইইএলটিএসের সনদের প্রয়োজনের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।
  • ইংরেজি ভাষা পরীক্ষার ক্ষেত্রে পোল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়া অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন: ডুওলিঙ্গোও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রহণ করে।
  • আবার নেটিভ ইংলিশ স্পিকার বা ইংরেজিভাষী দেশের নাগরিক হয়ে থাকেন অথবা আপনি যদি ইংরেজিভাষী দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনার শিক্ষা কার্যক্রম শেষ করে থাকেন সে ক্ষেত্রে আপনার আইইএলটিএসের সনদের প্রয়োজন নেই।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডে বৃত্তি (visit these links)

 

 

 

 

 

  • উকাজিইউজ স্কলারশিপ প্রোগ্রাম
  • পোলিশ সরকারে পলোনিস্তা স্কলারশিপ
  • ওয়ারশ ইউনিভার্সিটি স্কলারশিপ
  • মারিয়া কুরি-ওডোস্কা ইউনিভার্সিটি স্কলারশিপ
  • উলাম ইন্টারন্যাশনাল প্রোগ্রাম
  • লাজারস্কি ইউনিভার্সিটি স্কলারশিপ
  • ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ২০২০এসব বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপে তথ্যর বিস্তারিত দেখুন এখানে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com