রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

পৃথিবীর সেরা পাঁচটি এয়ারলাইনস

  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

সেরাদের সেরা এয়ারলাইনস কোনটি?
এককথায় এর জবাব দেওয়া সম্ভব নয়। তবে আপনি যদি ভেবে থাকেন, আমেরিকান কিংবা ব্রিটিশ এয়ারলাইনস অথবা ইউরোপের কোনো এয়ারলাইনস পৃথিবীতে সেরা, তাহলে ভুল ভাবছেন। বিশ্বের সর্বোচ্চ র‍্যাঙ্কিং পাওয়া এয়ারলাইনগুলো বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ মধ্যে ফ্লাইটে গ্রাহকসেবার মান ও প্রশস্ত বসার ব্যবস্থা অন্যতম। এসব মানে পৃথিবীর সেরা ৫টি এয়ারলাইনস হলো:

১. কাতার এয়ারওয়েজ
ওয়ার্ল্ড এয়ারলাইনস পুরস্কারে ২০২১ সালের শীর্ষ এয়ারলাইনস হিসেবে জায়গা করে নিয়েছে কাতার এয়ারওয়েজ। এদের বিজনেস ক্লাসে স্লাইডিং ডোর, অনডিমান্ড খাবার পরিবেশনসহ অনেক সুবিধা রয়েছে।

২. সিঙ্গাপুর এয়ারলাইনস
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর এয়ারলাইনস এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। পৃথক দুটি বিছানা, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশনসহ সুইট রয়েছে এর প্রথম শ্রেণির যাত্রীদের জন্য।

৩. ইতিহাদ এয়ারওয়েজ
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় এ এয়ারলাইনসের প্রথম শ্রেণিতে ভ্রমণের অভিজ্ঞতা হবে ফাইভ স্টার হোটেলের অভিজ্ঞতার মতো।

৪. এমিরেটস
এর প্রথম শ্রেণির যাত্রীরা তাঁদের সুইটে সর্বোচ্চ নির্জনতা উপভোগ করে থাকেন। রাতে ঘুমানোর সময় সুইটগুলোকে শব্দহীন করা হয়। এমিরেটস ২০২১ সালে বেস্ট ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে।

৫. ভার্জিন আটলান্টিক
এই এয়ারলাইনসের স্লোগান ‘ডেপার্ট দা এভরিডে’। এর সিটগুলো আরামদায়ক প্রশস্ত বিছানায় পরিণত করা যায়।

সূত্র: লাক্সারি কলামিস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com